তাহলে কি নিশ্চিত গেরুয়া শিবিরেই ঋতব্রত ?

Indiapost24 Desk:নৈতিক চরিত্রের অধঃপতনের কারণে সিপিএমের রাজ্যসভার তরুণ সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কিছুদিন আগেই সিপিএম বহিস্কৃত করে.. তার বিরুদ্ধে অবৈধ যৌনাচারের অভিযোগ তুলে বালুরঘাটের এক তরুণী নম্ৰতা দত্ত বালুরঘাট আদালতে মামলা দায়ের করে..আর এর ভিত্তিতে অতি সম্প্রতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বালুরঘাট আদালত থেকে আগাম জামিনও পেয়েছেন.. এরপর তিনি গেরুয়া শিবিরে যোগদানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন..একদা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড মুকুল  রায়  বিজেপিতে যোগ দেওয়ার পর পর  ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে..এটি  মধ্যে অমিত শাহের দক্ষিণহস্ত কৈলাস বিজয় বর্গীয়, মুকুল রায় ও ঋতব্রত বন্দোপাধ্যায় এর  গোপন বৈঠকের খবরও জানা-জানি হয়ে গেছে..অমিত শাহর নির্দেশ মতো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর জন্য যে গেরুয়া শিবিরের দরজা খোলা তার স্পষ্ট হয়ে গেছে.. তবে রাজনৈতিক মহল মনে করছেন যে লক্ষণ শেঠ, মুকুল রায় ও ঋতব্রতর মতন বিভিন্ন মামলায় দাগী এই সব নেতারা আগামীতে  বিজিবির পক্ষে অস্বস্তির কারণ হয়ে উঠলে রাজ্যে রাজনৈতিক, সাংগঠনিক স্তরে পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি ধাক্কা খেলে তা অপ্রত্যাশিত ঘটনা বলে মনে হবে না  কারণ  বিজেপি কর্মী,সমর্থক ও নেতারা নীতিহীন, সুবিধাবাদী রাজনৈতিক লাইনেএর বিরোধী হয়ে উঠতে পারেন বলে  বিশেষ ভাবে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ..
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment