মায়ানমারে রোহিঙ্গা বিরোধী অপারেশন এর পর সাড়ে পাঁচ লক্ষ রোহিঙ্গা ইতিমধ্যে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে..এছাড়াও বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত দিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আসাম,ও পশ্চিমবঙ্গ সহ পূর্ব-উত্তর অঞ্চলের বিভিন্ন রাজ্যে ৫০ হাজার অনুপ্রবেশ করেছে..উত্তরপ্রদেশে ইতিমধ্যে রোহিঙ্গা মুসলিম বিরোধী অভিযান জোরদার করা হয়েছে.বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশ ও আধার কার্ড বানানোর দায়ে এদিন এক রোহিঙ্গা মুসলিম কে গ্রেফতার করলো হায়দ্রাবাদের পুলিশ ..১৯ বছর এর এক যুবক মোহাম্মদ এজামুদ্দিন ওরফে মোল্লা এজামুদ্দিন এইদেশে বেআইনি থাকছিল ও পশ্চিমবঙ্গের বাসিন্দা রিয়াজউদ্দিন মোল্লার কাছে সে কাজ করতো..সাম্প্রতিক,কাপড়ের ব্যাবসায়ী রিয়াজউদ্দিন কলকাতা থেকে হায়দ্রাবাদ যায় ব্যবসার কারণে সঙ্গে যায় ওই রোহিঙ্গা যুবকও..আর সেখানেই পুলিশ এর চক্রে ধরা পড়েছে ওই রোহিঙ্গা যুবর আর পুলিশ এর জিজ্ঞাসাবাদে স্বীকারও করে সে মায়ানমার থেকে আগত রোহিঙ্গা মুসলিম তার পরিবার এর বাকি লোকজন বাংলাদেশে শরণনার্থী শিবির এ আছে .এজামুদ্দিন কে নিজের ছেলে বলে পরিচয় দিয়ে তিনি আধার কার্ড বানিয়ে দেয়েছিলেন তাই দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে ..
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment