NNS:২০১৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি ও গেরুয়া শিবিরকে ধাক্কা দেওয়ার যে স্বপ্ন রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতারা দেখেছেন তাকে বাস্তবায়িত করতে হলে বোসপা সুপ্রিমো মায়াবতীর সঙ্গে উত্তরপ্রদেশের প্রাক্তন মূখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এর জোট সে বিষয়ে একমত কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব |তাই কংগ্রেসের রাজনৈতিক ম্যানেজাররা গুজরাট নির্বাচনের সময় থেকেই মায়াবতী -অখিলেশকে অনুরোধ জানিয়ে তৎপরতা বজায় রেখেছেন |কংগ্রেসের প্রস্তাব ফুলপুর লোকসভা নির্বাচনে বোসপা সুপ্রিমো মায়াবতী অভিন্ন বিরোধী প্রার্থী হিসেবে নির্বাচনে নামুন আর অখিলেশ যাদব তাকে সমর্থন আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে ঢাক্কা দিতে হলে উত্তরপ্রদেশে ঢাক্কা দেওয়া জরুরি সেকথা মানছেন বিরোধি দল |তাই কংগ্রেস তৎপর মায়াবতী -অখিলেশকে একজোট করতে |
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment