চলতি বছরটা ভালো গেলো না বলিউড বাদশাহ শাহরুখ খানের। সকল ক্ষেত্রেই তিনি যেন ব্যর্থ হয়েছেন। মুক্তি পাওয়া দুটি ছবির কোনটি তেমন সুবিধা করতে পারেনি বক্স অফিসে।
এদিকে গতবছর থেকেই বারবার ফ্লপ দেয়া শাহরুখ জানুয়ারিতে 'রঈস' ছবি দিয়ে আশা জাগালেও ফের ব্যর্থ হন তিনি। জুলাইতে মুক্তি পাওয়া বহুল আকাঙ্ক্ষিত 'জাব হ্যারি ম্যাট সেজাল'ও সুবিধা করতে পারেনি। করণ জোহরের সঙ্গে মিলে ‘ইত্তেফাক’ প্রযোজনা করেছিলেন, সেটাও বলার মতো ব্যবসা করতে পারেনি। যদিও বাদশাহর এতবড় সাম্রাজ্য সহসাই পতন হবে না তবুও ধাক্কা একটা খেয়েছেন।
সব মিলিয়ে সময়টা খারাপ যাচ্ছে শাহরুখ খানের। এদিকে রুপালি পর্দার ব্যর্থতার মধ্যে তার বড় অবলম্বন ছিল বিজ্ঞাপন। এবার সেটায়ও ভাটা পড়ল। এতদিন বিজ্ঞাপন বাজারে শীর্ষে থাকলেও এবার বিরাট কোহলির কাছে জায়গা হারালেন ‘কিং খান’।একটি সংস্থার রিপোর্টে এ বছর ১৪ কোটি ৪০ লক্ষ ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতীয় তারকাদের মধ্যে শীর্ষে আছেন বিরাট কোহলি। সেখানে দুইয়ে থাকা শাহরুখের ভ্যালু ১০ কোটি ছয় লক্ষ ডলার।
এদিকে গতবছর থেকেই বারবার ফ্লপ দেয়া শাহরুখ জানুয়ারিতে 'রঈস' ছবি দিয়ে আশা জাগালেও ফের ব্যর্থ হন তিনি। জুলাইতে মুক্তি পাওয়া বহুল আকাঙ্ক্ষিত 'জাব হ্যারি ম্যাট সেজাল'ও সুবিধা করতে পারেনি। করণ জোহরের সঙ্গে মিলে ‘ইত্তেফাক’ প্রযোজনা করেছিলেন, সেটাও বলার মতো ব্যবসা করতে পারেনি। যদিও বাদশাহর এতবড় সাম্রাজ্য সহসাই পতন হবে না তবুও ধাক্কা একটা খেয়েছেন।
সব মিলিয়ে সময়টা খারাপ যাচ্ছে শাহরুখ খানের। এদিকে রুপালি পর্দার ব্যর্থতার মধ্যে তার বড় অবলম্বন ছিল বিজ্ঞাপন। এবার সেটায়ও ভাটা পড়ল। এতদিন বিজ্ঞাপন বাজারে শীর্ষে থাকলেও এবার বিরাট কোহলির কাছে জায়গা হারালেন ‘কিং খান’।একটি সংস্থার রিপোর্টে এ বছর ১৪ কোটি ৪০ লক্ষ ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতীয় তারকাদের মধ্যে শীর্ষে আছেন বিরাট কোহলি। সেখানে দুইয়ে থাকা শাহরুখের ভ্যালু ১০ কোটি ছয় লক্ষ ডলার।
0 comments:
Post a Comment