উত্তরবঙ্গে আদিবাসী নেতার তৃণমূল ত্যাগ

 



Indiapost24 Web Desk: তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার উত্তরবঙ্গের বিজেপির রাজনৈতিক আধিপত্য খর্ব করতে মরিয়া। সাম্প্রতিক উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় ১৯-এর লোকসভা ও ২১-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর এবার ২৪-এর লোকসভা নির্বাচনে চমকপ্রদ ফল করতে চাইছেন। তাই মমতা সিপিএম তথা বাম শিবির তো বটেই কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী নন।

মমতার উত্তরবংগ সফরের মধেই জলপাইগুগুড়ি জেলা আই এন টি টি ইউ-র সভাপরি রাজেশ লাকড়ার দলত্যাগের ঘটনায় যে ঘাসফুল শিবিরে ধাক্কা লেগেছে তা বলাই বাহুল্য। উত্তরবঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ আদিবাসী মুখ হলেন রাজেশ লাকড়া। তার সঙ্গে দীর্ঘদিনই জেলা তৃণমূল নেতৃত্বের একাংশের বিরোধ চলছে। রাজেশ লাকড়া আলিপুরদুয়ার (উপজাতি সংরক্ষিত) আসনে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু জেলা তৃণমূল নেতৃত্ব তার বিরোধী। ফলে রাজেশ অভিমানে দল ছেড়েছেন। গেরুয়া শিবির না কংগ্রেস কোথায় যোগ দেবেন তা এখনও মনস্থির করেন নি।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment