NNS : আয়কর জমা দেননি| সেই অভিযোগে পাঞ্জাবের মন্ত্রী নভ জোত্ সিঙ সিঁধুর ব্যাংক একাউন্ট বন্ধ করল আয়কর দপ্তর| সূত্রের খবর, প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের 52 লক্ষ টাকা বকেয়া রয়েছে|
আয়কর দফতর জানিয়েছে, নেতা সিধু জামাকাপড়,ভ্রমণ, যাতায়াতের খরচ ও আয় বাবদ যে টাকা আয় করে খরচ হিসাবে দেখিয়েছেন তা সঠিক নয়| বকেয়া টাকা অবিলম্বে শোধ করতে হবে| সিঁধুর যে খরচ হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্বপক্ষে প্রমাণ দিতে পারেননি|
2015 সালের আয়কর রিটার্নে জামাকাপড়ের খরচ বাবদ 28 লাখ 38 হাজার 405 টাকা, ভ্রমণ বাবদ 38লক্ষ 24 হাজার 282 টাকা, মাইনে বাবদ 47 লক্ষ 11 হাজার 400 টাকা ও পেট্রোল-ডিজেলের খরচ বাবদ 17 লক্ষ 80 হাজার 358 টাকা খরচ দেখিয়েছেন | তবে তার স্বপক্ষে উপযুক্ত কাগজপত্র দেখাতে পারেননি|
0 comments:
Post a Comment