মৃত্যুতেও ধর্মের খোঁজ ভক্তদের


Indiapost 24,সঞ্চিতা সিনহা, বাঁকুড়া, ৩০ এপ্রিল ২০২০
সত্যেন্দ্রনাথ দত্ত তার একটি কবিতায় লিখেছেন-
" জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি।"

সব মানুষই পৃথিবীর সন্তান। কোন মানুষেরই আবির্ভাব জাতি বা ধর্মের ভিত্তিতে হয়নি। অথচ  
ধীরে ধীরে জাতি ও ধর্ম যেন মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠে দাঁড়িয়েছে। কিন্তু মানুষের এই পরিচয় সংকীর্ণ ও অসম্পূর্ণ। তাসত্ত্বেও বতর্মান সমাজে কে কোন ধর্ম গোষ্ঠীর সঙ্গে যুক্ত বা কে কোন ধর্ম গুরু কে মেনে চলে এটাই মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর তাই এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে। 

ভারতবর্ষে সাম্প্রদায়িকতার উগ্র মূর্তি আমরা প্রায়ই দেখতে পাচ্ছি। আর এই অভিশাপ থেকে মানুষ এখনো মুক্ত হতে পারেনি। তাই হয়তো কেউ মারা গেলেও এখনো দেখা হয় সে কোন ধর্মের মানুষ। ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িক ভেদাভেদ এর ঘটনা আজও ঘটে চলেছে। সমগ্র দেশ যখন কারুর মৃত্যুতে মর্মাহত হয় তখনও একদল মানুষ ধর্ম নিয়ে ভেদাভেদ সৃষ্টি করে। এই ভেদাভেদ সারা বিশ্বব্যাপী এক অশান্তির আগুন ধরিয়ে দিচ্ছে যার ফলে দেশবাসীর সমগ্র মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মনুষ্যত্বকে স্বমহিমায় প্রতিষ্ঠা করার জন্য মানব ধর্মে দীক্ষিত হওয়া ছাড়া আর অন্য কোন উপায় আমাদের কাছে নেই।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment