পঞ্চায়েতে হিংসার অভিযোগ নিয়ে আবার হাই কোর্টের দ্বারস্থ বিরোধিরা !!!



Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ফের কলকাতা হাই কোর্টে যাচ্ছে বিরোধীরা | কলকাতা হাই কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে সোমবারই মনোনয়ন জমা দেবার দিন নির্ধারিত হয়েছিল | 

কিন্তু এদিনও মনোনয়ন জমা দেওয়া নিয়ে জায়গায় জায়গায় অশান্তি চলেছে | ফলে নিরাপত্তার অভাব নিয়ে ফের প্রশ্ন তুলছে বিরোধীরা | বাম - বিজেপি ও কংগ্রেস আলাদা আলাদা ভাবে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment