আলিপুরে ১৪৪ ধারার মধ্যে বাইক বাহিনী !!!


Indiapost24 Web Desk : পঞ্চায়েত ভোটের মনোনয়ন নিয়ে সোমবার সাত সকালেই বহিরাগতদের বাইক বাহিনী আলিপুর প্রশাসনিক ভবনে | বাম , কংগ্রেস , বিজেপি সহ বিরোধীদের অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে | যদিও তৃনমূল এই অভিযোগ অস্বীকার করেছে | 

বিরোধীদের অভিযোগ বেলা ১১ টা নাগাদ মনোনয়ন জমা দেওয়ার কাজ হওয়ার আগে থেকেই এলাকার দখল নিতেই সেখানে তৃনমূলের বাইক বাহিনী | যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment