শুধু মুকুল নয় আরো অনেকে আগামী দিনে বিজেপিতে আসতে পারে বহু তৃনমুল নেতা। এমন কি আগামী পূজার আগে বহু তৃনমুল দাদা দিদি কে জেলে বসে পূজা দেখতে হতে পারে বলে দাবী করলেন দিলীপ ঘোষ। আজ হলদিয়াতে পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারে হলদিয়ার দূর্গাচকে এমন দাবী করেন দিলীপ বাবু। তিনি আরে বলেন সুষ্ঠভাবে ভোট হলে হলদিয়াতে বিজেপি জয়লাভ করবে। কিন্তু সুষ্ট ভাবে ভোট হতে দিবেনা তৃনমূল। তিনি হুসিয়ারি দেন তৃনমুল নেতা সমাজবিরেধীদের পাশাপাশি পুলিশদের ও বিজেপি ও ছেরে কথা বলবে না।
0 comments:
Post a Comment