নাজমুল হাসান: বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর এর সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে বিরোধের জেরে খড়্গপুরের বিজেপির বিধায়ক তথা টলিউডের অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় দলের অভ্যন্তরে ইতিমধ্যেই বিদ্রোহ করেছেন এমনকি ছেড়েছিলেন বিজেপি দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ,পাশাপাশি তার দলের সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও উগরে দিয়েছিলেন একরাশ ক্ষোভ আর এই বিদ্রোহ প্রশমিত করতেই তাকে এই পুরসভার নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল!এদিন আবার মাঝরাতে প্রার্থী তালিকা ঘোষণা করে আরও একবার চমক দিল বিজেপি! এই প্রার্থী তালিকা অনুযায়ী খরগপুর পৌরসভা নির্বাচনে 33 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরণ চট্টোপাধ্যায়! তাহলে কি বিদ্রোহ ঠেকাতে বিজেপির চমক?
সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার প্রকাশ্যে বলেছিলেন কাকে কোন ওষুধ দিতে হয় তা তার জানা আছে, কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হয় তাও তিনি খুব ভালো জানেন! এই রাজনৈতিক রণকৌশল নিয়ে রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষকে কোণঠাসা করতে ক্ষমতাসীন গোষ্ঠী এই চাল চেলেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা!তাই এই মাসের গোড়াতেই তাকে প্রচারের মুখ করে খড়্গপুরে তাকে খরগপুর পৌরসভা নির্বাচনের প্রচার কমিটির আহ্বায়ক করা হয়েছে!
আবার হিরণ চট্টোপাধ্যায় বিধায়ক হবার পর থেকেই প্রেমবাজার-হিজলি এলাকায় থাকছেন এবং নাম তুলেছেন ভোটার তালিকায়ও! সম্প্রতি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর সঙ্গে দেখা করার পরই এই রাজনৈতিক সমীকরণ পাল্টে গেল বলে অভিমত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের! স্পষ্টতই খড়্গপুরে বিজেপির রাজনীতি এখন দুই গোষ্ঠীতে বিভক্ত,একদিকে মেদিনীপুর এর সাংসদ গোষ্ঠী আবার অন্যদিকে খড়্গপুরের বিধায়ক গোষ্ঠী! এখন্ দেখার জল কতদূর গড়ায়!!
এদিকে আবার 33 নম্বর এই ওয়ার্ডে দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস নেতা জহর পাল এবারেও প্রতিদ্বন্দ্বিতা করছেন!তবে হিরণ নিয়ে বিজেপির এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল!
casino.bet - DRM CD
ReplyDeletecasino.bet is a platform in which casino customers can choose 구미 출장샵 from 안성 출장마사지 the best games for 경산 출장마사지 all. All you need 양산 출장안마 to do is select the games and 청주 출장안마 the game