হাজরা মোড়ে মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টার মামলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি স্থগিত রাখার আবেদন জানাল সরকারপক্ষ। শুক্রবার সরকারি আইনজীবী শ্যামদাস গঙ্গোপাধ্যায় আলিপুরের ষষ্ঠ অতিরিক্ত জেলা দায়রা বিচারকের আদালতে ওই আবেদন জানান। বিচারক রাজেশকুমার সিং ওই আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির দিন ধার্য করেন ১৯ ডিসেম্বর। সম্প্রতি ওই মামলায় মুখ্যমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্যগ্রহণের জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়। এদিন ওই শুনানির দিন ধার্য ছিল। সরকারি কৌঁসুলি শ্যামদাসবাবু বলেন, মুখ্যমন্ত্রী এখন অত্যন্ত ব্যস্ত। তাই ওই শুনানি আপাতত স্থগিত থাকুক। অভিযুক্ত লালু আলমের আইনজীবী গণেশ মাইতি বলেন, আমাদের তরফের কোনও আপত্তি নেই। শুনানির দিন আমাদের বক্তব্য পেশ করব। প্রসঙ্গত, এই মামলায় অভিযুক্তের সংখ্যা ছিল ১১। এর মধ্যে লালু আলম বাদে বাকি ৯ জনকে ফেরার দেখায় পুলিস। সেই অনুযায়ী চার্জশিটও দাখিল করা হয় আদালতে। এই মামলায় সাক্ষীর সংখ্যা মুখ্যমন্ত্রী–সহ ২৩ জন। উল্লেখ্য, ১৯৯০ সালের আগস্ট মাসের মাঝামাঝি হাজরা মোড়ে মমতা ব্যানার্জির ওপর হামলা হয়েছিল।
In the case of attempt to murder Mamata Banerjee at Hajra, the petition asked the petition to postpone the hearing through video conference. On Friday, the government lawyer Shyamdas Gangopadhyay asked the sixth Additional District Sessions Judge of Alipore to apply the petition. Judge Rajesh Kumar Singh granted the application and fixed December 19 as the next hearing. Recently, in the case, a request was made to the court for the testimony of Chief Minister's video conference through the video conference. The hearing was scheduled on this day. Public prosecutor Shyamdasababu said, the Chief Minister is very busy now. So the hearing should be postponed. Lalu's lawyer Ganesh Maiti said, "We have no objection. We will present our statement on the day of the hearing. In this case, the number of accused in the case was 11 In addition, Lalu Alam, the other 9 were seen returning the police. Accordingly, the chargesheet was filed in court. The number of witnesses in the case is 23 including the Chief Minister. It is to be noted that in mid-August 1990, there was an attack on Mamata Banerjee at Hajarah.
0 comments:
Post a Comment