মৃত ব্যক্তিরও আধার কার্ড থাকা বাধ্যতামূলক The deceased person has to hold the Aadhaar card

 Aadhar_web



রেশন কার্ড তো অনেক দিনই গুরুত্বহীন হয়ে গিয়েছে। ভোটার কার্ড বা প্যান কার্ডেরও আর কোনও গুরুত্ব থাকবে না। আগামী দেশের নাগরিকদের একমাত্র অভিন্ন পরিচয়পত্র হবে আধার। জীবিতকালেও তো বটেই, মৃত্যুর পরও আধার ছাড়া গতি নেই।  শুক্রবার রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া বা আরজিআই একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে, কোনও ব্যক্তির মৃত্যু নথিভুক্ত করার জন্য মৃত ব্যক্তির আধার কার্ড লাগবে। আরজিআই-এর দাবি, এরফলে মৃত ব্যক্তির পরিচয় নিয়ে জালিয়াতি রোখা যাবে।

মোদি জমানায় দেশে্র সমস্ত নাগরিকের আধার কার্ড তৈরির প্রক্রিয়া হয়েছে। অনেকে ইতিমধ্যেই আধার কার্ড পেয়েও গিয়েছেন।  কিন্তু এখনও আধার কার্ড পান নি, এমন মানুষের সংখ্যাও তো নেহাতই কম নয়। তাই যদি কোনও ব্যক্তির আধার কার্ড না থাকে, তাহলে কী তাঁর মৃত্যু নথিভুক্ত করা যাবে না?  এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র। আরজিআই-র নির্দেশিকায় বলা হয়েছে, যদি আবেদনকারী মৃত ব্যক্তির আধার কার্ডের নম্বর বা এনরোলমেন্ট নম্বর না জানেন, তাহলে তাঁকে ঘোষণা করতে হবে, যে মৃত ব্যক্তির আধার কার্ড ছিল না। আর যদি এ বিষয়ে আবেদনকারী সরকারকে কোনও ভুল তথ্য দেন, তাহলে সংশ্লষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির ২৫ হাজার টাকা জরিমানা কিংবা এক বছরের কারাদণ্ডও হতে পারে।

 এখন যেকোনও সরকারি পরিষেবা নেওয়ার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে কোনও ব্যক্তিকে মৃত্যুর শংসাপত্র দেওয়ার ক্ষেত্রেও আধার কার্ড কেন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল কেন্দ্র? আরজিআই-র বক্তব্য, মৃত ব্যক্তি সম্পর্কে তাঁর আত্মীয়রা সরকারকে যে তথ্য দেন, তার সত্যতা নিশ্চিত করতেই মৃত ব্যক্তির আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, মৃত্যু নথিভুক্ত করার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক হওয়ায় মৃত ব্যক্তির পরিচয় নিয়ে জালিয়াতি যেমন রোখা যাবে, তেমনি মৃত ব্যক্তির পরিচয় প্রমাণ করার জন্য একাধিক নথিরও প্রয়োজন পড়বে না। ফলে সহজেই মৃত ব্যক্তির সঠিক পরিচয় নথিভুক্ত করা সম্ভব হবে।

আগামী ১ সেপ্টেম্বর থেকেই জম্মু ও কাশ্মীর, মেঘালয় ও অসম বাদে দেশের প্রতি রাজ্যে এই নিয়ম চালু হয়ে যাবে। প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে দেশে আধার কার্ড সংক্রান্ত আইন কার্যকর হয়েছে। সেই আইন মেনেই এবার মৃত্যুর নথিভুক্ত করার ক্ষেত্রে মৃত ব্যক্তির আধার কার্ড থাকা বাধ্যতামূলক  ঘোষণা করে নির্দেশিকা জারি করল রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া বা আরজিআই।


Ration cards have become a matter of great importance for a long time. Voter card or PAN card will also have no significance. Aadhaar will be the only identity card for citizens of the country. Even though living, even after death, there is no motion without aadhaar. On Friday, the Registrar General of India (RGI) issued a directive and said that for the death of a person, the deceased's Aadhaar card would be required. RGI claims that this will result in fraud against the identity of the deceased person.


In the wake of Modi, the process of creating Aadhaar cards for all citizens of the country has been processed. Many have already got the Aadhaar card. But the number of people who have not yet received the Aadhaar card is also not less than that. So if no person has Aadhaar card, then can his death be recorded? The center has made its position clear about this. RGI guidelines say that if the applicant does not know the Aadhaar card number or enrollment number of the deceased person, then he should declare that the deceased person's Aadhaar card was not there. If the applicant gives any wrong information to the applicant about this, then the action will be taken against the person against the law. In this case, the accused person may be fined 25 thousand taka or one year in prison.



 
Now the Aadhaar card is mandatory for any government service. Opponents have protested against the government's decision. In this context, why did the Center decide to make the Aadhaar card compulsory in case of death certification? According to the RGI, it has been decided to make the card holder's card compulsory to ensure the authenticity of the deceased's information to the government. It has been said in the guidelines that due to the registration of death, the Aadhaar card was compulsory, as the fraud was detected on the identity of the deceased person, so too many documents will not be required to prove the identity of the deceased person. As a result, it will be possible to record the exact identity of the deceased person.


Apart from Jammu and Kashmir, Meghalaya and Assam, the rules will be introduced in every state in the state from September 1. In the last year, the Aadhaar card laws came into effect in the country last September. According to the law, the registration of the deceased person's card holder was mandatory by the Registrar General of India (RGI).
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment