ইসরাইল-ভারত যৌথভাবে তৈরি করছে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ISRAEL-INDIA jointly created tank-devastating missile


 


ইহুদিবাদী ইসরাইল এবং ভারত যৌথভাবে তৈরি করবে ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র । ‘স্পাইক এমআর’ নামের এ ক্ষেপণাস্ত্র হায়দ্রাবাদে তৈরি করা হবে।
সংবাদ মাধ্যমে শুক্রবার প্রকাশিত খবরে আরো বলা হয়েছে, ভারতের কল্যাণী স্ট্রাটেজিক সিস্টেম এবং ইহুদিবাদী ইসরাইলের অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম লিমিটেড যৌথ ভাবে তৈরি করবে ‘স্পাইক এমআর।
আড়াই কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে ভারতের সেনাবাহিনী গত এক বছর ধরে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। ভারতের মরুভূমি এবং সমতল ভূমিতে এ পরীক্ষা চালানো হয়েছে।
উৎপাদন শুরু হওয়ার পর হায়দ্রাবাদের হার্ডওয়্যার পার্কে অবস্থিত কারখানা থেকে মাসে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। ভারত এ ক্ষেপণাস্ত্র রফতানি করার পরিকল্পনাও করেছে।
গত মার্চ মাসে ভারতের সঙ্গে ২০০ কোটি ডলারের এবং এপ্রিল মাসে ৬৩ কোটি ডলারের পৃথক অস্ত্র চুক্তি করেছে ভারত। মার্চের চুক্তি সম্পর্কে তেল আবিব বলেছে, ইসরাইলের ইতিহাসে এটাই অস্ত্র বিক্রির ক্ষেত্রে সবচেয়ে বড় চুক্তি।
এদিকে, গতমাসে ইহুদিবাদী ইসরাইল সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  ইসরাইলের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ২৫ বর্ষপূর্তি উপলক্ষে এ সফর করেন তিনি। মোদিই হলেন ইসরাইল সফরকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী।




 Israel and India will jointly create tanks-devised guided missiles. The missile named 'Spike MR' will be made in Hyderabad.
The report, published on Friday by the media, said Kalyani Straatic System of India and Israeli Advanced Defense System Limited will jointly create 'Spike MR'.
Indian army has conducted extensive experiments for over a year with a two-and-a-half-kilometer missile missile. In India's desert and plains, the test was conducted.
After the start of production, about 200 missiles will be provided from the factory located in the hardware park in Hyderabad. India also plans to export the missile.
India has signed $ 3 billion deal in March and $ 6.3 billion in April Tel Aviv said about the March agreement, this is the biggest deal in the history of Israel to sell arms.Meanwhile, last month, the Israeli Prime Minister Narendra Modi visited the Israeli Prime Minister Narendra Modi On this occasion, on the occasion of 25 years of establishing India's diplomatic relations with Israel, he made the trip. Modi is the first Indian Prime Minister to visit Israel
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment