সন্দেশখালিতে কয়েক হাজার মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে ফিরতে হল লকেটকে




কয়েক হাজার মহিলাদের বিক্ষোভের মুখে সন্দেশখালিতে লকেট। বাধ্য হয়ে ফিরে যেত হল কলকাতায়।






সন্দেশখালির নির্যাতিতা মারা যাওয়ার পর থেকে সরগরম রাজ্য রাজনীতি । মঙ্গলবার এন আর এস হাসপাতালে পুলিশ দিয়ে আটকানো হয়েছিল কগ্রেস ও বিজিপির নেতা নেত্রীদের। বৃহস্পতিবার সকালে নিদিষ্ট সময় অনুযায়ী ধামাখালি থেকে নৌকো করে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেয় লকেট সহ বিজেপির বসিরহাট জেলা নেতৃত্বের একটি দল। সন্দেশ খালি যেটির কাছে নৌকা যেতেই কয়েক হাজার মহিলা হাতে ঝাটা জুতো নিয়ে বিক্ষোভ দেখায় তাদের এবং নৌকো থেকে না নেমে ওখান থেকেই চলে যেতে বাধ্য করা হয় লকেটকে।

লকেট যানান মুখ্যমন্ত্রী মহিলা বাহিনী লেলিয়ে দিয়ে যেটি দখল করে রেখেছে জুতো ছাতা দিয়ে মারতে আসছে তারা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি সেদিন হাসপাতালে তাদের সক্রিয় ভূমিকা থাকলেও আজ কেন দেখা গেলনা কোন পুলিশ কে। তিনি আরো যানান আমি একজন মহিলা হিসাবে ওই মহিলার পরিবারের কাছে দাঁড়াতে এসেছিলাম কোন রাজনীতি করতে আসিনি। পাশাপাশি আরো জানান দিল্লীতে নির্ভয়া কান্ডের পর কগ্রেস সরকার কে চলে যেতে হয়েছিল পশ্চিমবঙ্গেও তাই হবে কারন একের পর এক যেভাবে নির্ভয়া কান্ডের মতো ঘটনা ঘটছে। যাওয়ার আগে যানান মহিলার পরিবার যেন বিচার পায় আপনাদের হাতে দিয়ে গেলাম কারন এক মাস হতে যায় কিন্তুু পুলিশ এক জনের বেশি গ্রেপ্তার করতে পারেনি।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment