ছেঁড়া জুতা থেকে আজকে বিশ্বের অন্যতম ধনী তারকা

বিশ্বজুড়ে পরিচিত জনপ্রিয় সংগীত তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। বর্তমানে এই তারকার বার্ষিক কম বেশি আয় তিন কোটি মার্কিন ডলার ।যাকে বিশ্বের অন্যতম ধনী তারকা হিসেবেই চেনেন বিশ্বব্যাপী।জেনিফার তার অসাধারণ অভিনয় ও গানের জগৎ এ সুখ্যাতি অর্জন করেছেন.তবে আজকের লোপেজ আর কিশোর বয়সী লোপেজের মধ্যে ছিল আকাশ-পাতাল তফাৎ। 
শৈশবে বেশ অর্থকষ্টেই কাটান তিনি। সম্প্রতি নিজের জুতার ব্র্যান্ড জুইসেপে জানোত্তির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। লোপেজ বলেন, আমার জীবনে আজকে হয়ত কোনো অভাব নেই। কিন্তু একসময় আমার জুতার তলায় ছিদ্র থাকত। ফুটোওয়ালা জুতা পরেই শৈশব-কৈশোর পার করতে হয়েছে আমাকে। সে সময়ের কথা আমি কখনও ভুলি না। তিনি আরো বলেন, আজ আমি আমার নিজের জুতার কম্পানি খুলছি। তাই শৈশব ও কৈশোরের সেই কষ্টগুলোর কথা অনেক মনে পড়ছে। 

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment