কল্যানী মেডিকেল কলেজ হোস্টেলে শুভ দীপাবলি উদযাপন:-

Mehedi Hassan Molla:  প্রতি বছরের ন্যায় এবছরও কল্যানী মেডিকেল কলেজের বয়েজ ও গার্লস হোস্টেলে ধুমধাম করেই উদযাপন হচ্ছে দিওয়ালী।আলোক উৎসবের সাথে সবার জীবনে আলো নেমে আসুক সেই বার্তা দেওয়ার মাধ্যমে অনুষ্ঠিত হয় রকমারি আলোক উৎসব।
প্রদীপ জালিয়ে শুরু হয় সান্ধ্য অনুষ্ঠান।কলেজের ছেলে ও মেয়ে উভয়েই সমান ভাবে অংশগ্রহন করে অনুষ্ঠানে।শব্দবাজীর ক্ষতি মাথায় রেখে হোস্টেল প্রাঙ্গন সেজে ওঠে রকমারী আলোক সজ্যাতে।
হোস্টেলের ছেলে মেয়েরা সমান ভাবে উৎসবে মেতে উঠে আনন্দ উপভোগ করছে।অশুভ শক্তির বিনাশের মাধ্যমে যাতে সবার জীবনে শুভ শক্তির উদ্ভব হয় এবং জীবন থেকে অন্ধকার দূরীভুত হয় তারই বার্তা দেওয়ার চেষ্টা মাত্র।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment