হাসানুজ্জামান, Indiapost 24:সামাজিক মাধ্যমে দেশবিরোধী তথা বিতর্কিত পোস্ট করে শ্রী ঘরে যুবক। বসিরহাট থানার শাঁকচুড়া এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করলো বসিরহাট সাইবার ক্রাইম থানার পুলিস। এই যুবক সামাজিক মাধ্যমে নিজের প্রোফাইলে একাধিক বিতর্কিত ছবি সহ দেশবিরোধী প্রচুর পোস্ট করে। যেখানে দেশের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর মহিলা আধিকারিকদের ছোট করে দেখানো হয়।সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হতেই বসিরহাটের বাসিন্দা এক যুবক বসিরহাটের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তদন্তে নেমে বসিরহাট সাইবার ক্রাইম থানার পুলিস বসিরহাটের শাঁকচুড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।ধৃতকে তিন দিনের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।
Home / Breaking News /
Crime news /
recent news /
Top News /
West Bengal
/ সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট করার অপরাধে বসিরহাটের শাঁকচুড়াতে গ্রেফতার এক যুবক
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment