মুম্বাইয়ে মমতার বিনিয়োগ যাত্ৰা .....

Indiapost24 Desk:পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী তথা তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বাম জোটকে হারিয়ে ক্ষমতায় আসার পর শিল্পক্ষেত্রে কোন বড় লগ্নি টানতে পারেননি |সিঙ্গাপুর ,গ্রেটব্রিটেনে নিজে লগ্নি টানতে গিয়েও লগ্নি আসেনি |শিল্পক্ষেত্রে আর্থিক বিনিয়োগ না হওয়ায় রাজ্যে তেমন কর্মসংস্থান ও গড়ে ওঠেনি |
তবু মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব স্টাইলে বিনিয়োগ আনতে এবার টার্গেট করেছেন দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বাইকে |তার লক্ষ রাজ্যে আর বেশি পরিমানে বিনিয়োগ নিয়ে আসা |আর সেই লক্ষেই বণিকসভার আমন্ত্রণে মুম্বই যাচ্ছেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |জানা গিয়েছে আগামীকাল শিল্পমন্ত্রী অমিত মিত্র ,মুখ্যসচিব মলয় দে সহ অনান্য আধিকারিকরাও মূখ্যমন্ত্রীর সঙ্গে যাবেন বাণিজ্য নগরীতে |পশ্চিমবঙ্গ যে বিনিয়োগের সেরা গন্তব্য সেটাই শিল্পপতিদের সামনে তুলে ধরা হবে |বণিকসভার বৈঠকের পাশাপাশি শীর্ষ স্হানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করতে পারেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |আগামী বছর হতে চলা বিশ্ব বঙ্গ বাণিজ্য সন্মেলন এ আমন্ত্রণ জানানো হবে |শিল্পক্ষেত্রে বিনিয়োগ টানতে মমতা বন্দ্যোপাধ্যায় যে মরিয়া সেকথা মানছেন পর্যবেক্ষক মহলও |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment