উত্তরপূর্বাঞ্চলে বাঙালি বিরোধি জাতি হিংসার রাজনীতি অব্যাহত !!!

NNS:উত্তরপূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যে ধারাবাহিকভাবে বাঙালি বিরোধি জাতি হিংসার অভিযান অব্যাহত রয়েছে |৬০ ,৭০ দশকে অসমে 'বঙ্গাল খেদা 'আন্দলোনের মধ্যে দিয়ে যার সূচনা হয়েছিল ,উত্তরপূর্বাঞ্চলের মত স্পশকাতর অঞ্চলে বাঙালি বিরোধিতার রাজনীতি |অসমে বিদেশি অনুপ্রবেশকারি বিরোধি অসমিয়া জাত্ত্বাভিমানের বিস্ফোরণে রোহিঙ্গাদেরমতো অসমে বসবাসকারি বাংলাভাষী মুসলিমদের সঙ্গে হিন্দুদের ও টার্গেট করতে সক্রিয় এক অশুভ শক্তি |
অসমে এন আর সি কর সময় ৪৫ লক্ষ বাংলাভাষী পঞ্চায়েতের নথি দিতে না পারায় তারা অনুপ্রবেশকারি বলে প্রচার শুরু করছে অসমিয়া উপজাতিয়তাবাদী শক্তি .বাঙালি বিরোধিতায় অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক লক্ষ পরবর্তী সময়ে ত্রিপুরা ,মেঘালয় ,নাগাল্যান্ড ,মিজোরাম ,মণিপুর রাজ্যে বিস্তৃত |৮০ দশকে ত্রিপুরায় ঘটে যায় মর্মান্তিক বাঙালি বিরোধি গণহত্যার ঘটনা |এরপর বিদেশি শক্তি এর মদতে বাঙালি বিরোধিতা জাতিহিংসার রাজনীতিতে সামনে রেখে শুরু হয় সশস্ত্র উপজাতি বিচ্ছিন্নতাবাদ |অসমের মত ত্রিপুরাতেও উঠেছে সশস্ত্র বিছিন্নতাবাদ ,টার্গেট বাঙালিরা |সাম্প্রতিক সময় ত্রিপুরায় নতুন করে বাঙালি উপজাতি সংঘাত বাধাতে সক্রিয় রাজনৈতিক শক্তি |অসমের মত ত্রিপুরা উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে 'বাঙালি অনুপ্রবেশকারীদের বহিস্কারের দাবীতে নানা ধরনের বিছিন্নতাবাদী প্রবনতা লক্ষ করা যায় |মনিপুরের জিবিরামে বহু বাংলাভাষীকে উচ্ছেদ করা হয়েছে |

মিজোরামে চলছে আমিজ বহিষ্কারের নামে বাঙালিদের উগ্র আক্রমণ |একই ভাবে নাগাল্যান্ডের ডিমাপুর ,মেঘালয়ের শিলং ,তুরা প্রভৃতি স্থানের স্থানীয় উগ্রপন্থীনদের টার্গেট বাঙালি ব্যবসায়ী ,চাকুরীজীবি ,ছাত্রসহ বাঙালি মানুষ |সমগ্র উত্তরপূর্বাঞ্চলে 'বিদেশি হটাও 'ধুয়া তুলে বাঙালির ভাষা ও সংস্কৃতির উপর আক্রমণ নেমে আসছে |ত্রিপুরার এন এর এফটি ,এটিটি এফের মত উগ্রপন্থী গোষ্ঠীর আদলে সমগ্র উত্তেরপূর্বের রাজ্যগুলিতেও হিংসার রাজনীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে |এর পিছনে রয়েছে বাঙালি বিরোধি ষড়যন্ত্রের নেটওয়ার্ক |উত্তরপূর্বে বাঙালি বিরোধি মানুসিকতার আদলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে গোৰ্খা বিছিন্নতাবাদ ,কামতাপুর বিছিন্নতাবাদ গড়ে উঠেছে |তাই সামগ্রিকভাবে বাঙালি জাতিগোষ্ঠী আক্রমণের লক্ষ হয়ে উঠেছে এমনটাই মনে করেন অসম বাঙালি পরিষদের শীর্ষ নেতা চিত্ত পাল |অসমে এন আর সি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সারা রাজ্যে এর এক বড়ো অংশের বাংলাভাষীরা ক্ষতিগ্রস্ত হয়ে পরেছেন |রোহিঙ্গা মুসলিম বিতাড়ণকে কেন্দ্র করে অসমের উগ্র জাতিয়তাবাদী শক্তি বাঙালি বিরোধি অভিযানে ঝাঁপিয়ে পরতে পারে এমন আশঙ্কা তিব্রতর হয়েছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment