আসন্ন ছবি 'টাইগার জিন্দা হ্যা' নিয়ে বর্তমানে পুরোপুরি ব্যস্ত রয়েছেন সালমান খান।অ্যাকশন থ্রিলার ধর্মী এই রোমান্টিক ছবিটি আগামী ক্রিস্টমাসে মুক্তি পাচ্ছে ।সিক্যুয়েল ছবি 'টাইগার জিন্দা হ্যা'তে একটি দৃশ্য ধারণের জন্য বৃহৎ আকারের বন্দুক এমজি-৪২ থেকে ৫০০০ কার্তুজ ফায়ার করেন সালমান খান। শুটিং সেটে এই অস্ত্রটি ব্যবহার
করা সহজ ছিল না। এমজি-৪২ মেশিন গানটির ওজন ২৫-৩০ কেজি সাথে কার্তুজ ও মেগজিন।
সালমানের মত অভিনেতাকে সিনেমাটির অ্যাকশন দৃশ্যে মানান সই করে তোলার জন্য এই অস্ত্রটি দরকার ছিল বলে জানান ছবির নির্মাতা আলি আব্বাস জাফর।'টাইগার জিন্দা হ্যা' ছবির অ্যাকশন সিক্যুয়েন্সের স্টান্ট করেছে হলিউডের 'দ্য ডার্ক নাইট' ও 'দ্য ডার্ক নাইট রাইজেস' খ্যাত অ্যাকশন ডিরেক্টর টম স্ট্রুথারের টিম।টাইগার জিন্দা হ্যা' এর প্রথম সিক্যুয়েল ২০১২ সালে 'এক থা টাইগার' পরিচালনা করেছিলেন কবির খান.
করা সহজ ছিল না। এমজি-৪২ মেশিন গানটির ওজন ২৫-৩০ কেজি সাথে কার্তুজ ও মেগজিন।
সালমানের মত অভিনেতাকে সিনেমাটির অ্যাকশন দৃশ্যে মানান সই করে তোলার জন্য এই অস্ত্রটি দরকার ছিল বলে জানান ছবির নির্মাতা আলি আব্বাস জাফর।'টাইগার জিন্দা হ্যা' ছবির অ্যাকশন সিক্যুয়েন্সের স্টান্ট করেছে হলিউডের 'দ্য ডার্ক নাইট' ও 'দ্য ডার্ক নাইট রাইজেস' খ্যাত অ্যাকশন ডিরেক্টর টম স্ট্রুথারের টিম।টাইগার জিন্দা হ্যা' এর প্রথম সিক্যুয়েল ২০১২ সালে 'এক থা টাইগার' পরিচালনা করেছিলেন কবির খান.
0 comments:
Post a Comment