মা হলেন ‘রেডি" গার্ল অসিন

বলিউড অভিনেত্রীদের মধ্যে মা হওয়ার ধুম পড়েছে যেন। সোহা আলি খান, এষা দেওলের পর এবার কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী অসিন। এদিন এ কথা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন অভিনেত্রী।
আসিন বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ দিনের শুরুতেই আমাদের কোলে এসেছে আমাদের মেয়ে। বিগত ন’মাস ছিল আমাদের কাছে অত্যন্ত স্পেশাল এবং রোমাঞ্চকর। এই সময় আমাদের পাশে থাকার জন্য সকল শুভাকাঙ্খীকে ধন্যবাদ জানাই।
১৯ জানুয়ারি ২০১৬-এ আসিন আর মাইক্রোম্যাক্স সংস্থার প্রতিষ্ঠাতা রাহুল শর্মার বিয়ে হয়। অক্ষয় কুমারের সঙ্গে ‘খিলাড়ি ৭৮৬’র শুটিং চলাকালীন রাহুলের সঙ্গে আলাপ হয় তার।

তামিল সিনেমা দিয়ে যাত্রা শুরু করলেও বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন অসিন। ‘গজনি’, ‘লন্ডন ড্রিমস’, ‘রেডি’ ও ‘বোল বচ্চন’ ছবিতে অভিনয় করার পর বিয়ের পিঁড়িতে বসেন তিনি। এরপর চলচ্চিত্র জগতকে বিদায় জানিয়ে সংসারে মন দিয়েছেন জনপ্রিয় এই নায়িকা।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment