নারদ কাণ্ডে অতি সক্রিয় সিবিআই ও ইডি ....



Snehasis Mukherjee:নারদ স্টিং অপারেশন কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি ও অপরাধ দমন শাখার ইডির সক্রিয় তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠলেও বহাল তবিয়তে চলছে নারদ তদন্ত |এদিন নারদ তদন্তে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে তার ঘর,এন্টি চেম্বার এ সিবিআই আধিকারিকরা অভিযান চালিয়ে একাধিক ফটো তোলেন ও ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে মেয়রের টাকা নেওয়ার ঘটনার চিত্র পুন:নির্মাণ করেন |

পূর্ব ঘোষণার মতই আজ সকালে কেন্দ্ৰীয় গোয়েন্দা সংস্থা সিবিআই আধিকারিকরা কলকাতার পুর নিগমের ভবনে চলে আসেন |প্রথমে নিজেদের দপ্তরে জিজ্ঞাবাসাবাদের পর সরাসরি কলকাতার মেয়রের ঘরে ঢুকে পড়েন |মেয়রের ঘরে বসেই নারদ কাণ্ডে এর ভিডিও ফুটেজ নিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা |

সূত্রের খবর সিবিআই আধিকারিকরা নিজেদের সঙ্গে ল্যাপটপ ও নারোদকাণ্ডের ভিডিও ফুটেজ নিয়ে আসেন |এর আগে জেরার সময় ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি মেয়র শোভন চট্টোপাধ্যয় অস্বীকার করে বলেন 'মনে নেই কিছুই '|



মেয়রের বয়ান এবং নারদ কাণ্ডে ভিডিও ফুটেজের সঙ্গে অসঙ্গতিকে খুঁজে বার করতে সিবিআইরা চলে আসেন পুরসভায় |মেয়রও চলে আসেন কেএমসিতে |তার ঘরেই ভিডিওর সত্যতা যাচাই নিয়ে চলে জিজ্ঞাসাবাদ |

এদিকে কলকাতা পুরনিগমের সিবিআই হানার পাশে ইডির তৎপরতায় নারদকান্ড নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে |নারোদকান্ডে তৃনমূলের ২ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং প্রসূন ব্যানার্জীকে চলতিমাসের ২৪ এবং ৩০ তারিখে হাজিরা দিতে তলব করে ইডি |

একইসঙ্গে এই মাসের ৩১ তারিখে মুকুল রায়কেও হাজিরা দিতে ডেকেছে ইডি .নারোদকাণ্ডে তৃতীয়বারের জন্য এই মাসের ২৬ তারিখে মেয়রকে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment