আবারো একবার নতুন চমক দিতে একসাথে শাহরুখ-কাজল

প্রযোজক করণ জোহরের পরবর্তী সিনেমা 'গ্লসি ইয়েট রিয়ালিস্টিক' এ  আবার এক সাথে দেখা যাবে শাহরুখ-কাজলকে। যদিও  অজয় দেবগণের সাথে করণের একটি ঝামেলায় কাজল ও করণের বন্ধুত্ব নষ্ট হয়। এরপর থেকে করণ কাজলের নামও শুনতে চাননি। বন্ধু হয়ে গেল শত্রু। কিন্তু এবার মনে হয় তারা নিজেদের মধ্যকার সব ঝামেলা ও তিক্ততা ভুলে গিয়ে ফের এক হতে যাচ্ছেন।বলিউড ক্যারিয়ারের শুরু থেকেই করণ নিজ থেকে কথা দিয়েছিল যে, নিজের সকল ছবিতে তিনি কোনো না কোনোভাবে কাজলকে রাখবেনই। এবং তিনি তা করেছেনও। কিন্তু তার সর্বশেষ ছবি 'এ দিল হ্যায় মুশকিল' এ করণ নিজেদের মধ্যকার ঝামেলার জন্যে তা করতে পারেননি।
কিন্তু এবার আর তা হচ্ছেনা। করণ তার নতুন ছবি 'গ্লসি ইয়েট রিয়ালিস্টিক'-এ  কাজলকে অবশ্যই রাখছেন। সেই সাথে থাকছে আরেকটি ধামাকা। কাজল আছে শাহরুখ না থাকলে কি হয়? অবশ্যই না। তাই কাজল যেখানে আছেন, শাহরুখও সেখানে থাকছেন। এই ছবিতে আরও আছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment