Indiapost24 Desk:পাঁচ ভাগের চারভাগ ভারতীয় বর্তমান দেশের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারকে বিশ্বাস করে এমনই বলছে "পিউ সার্ভে" এর দ্বারা কৃত সাম্প্রতিক এক সমীক্ষা.. ভারতীয় নেতা হিসাবে একজন শক্ত- সমর্থ ব্যক্তিকেই পছন্দ দেশের 27% মানুষের.. এশিয়া মহাদেশের মধ্যে ভারত সহ আরও দুটি দেশ রয়েছে যারা দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ন্ত্রণ-এ থাকতে পছন্দ করে.. ভিয়েতনাম (67%) ভারত(৬৫%) ও ফিলিপিন্সের (৬২%) মানুষ দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের নিয়ন্ত্রণে থাকতে পছন্দ করেন.. পিউ সার্ভেয় এর মতে ভারতের সাম্প্রতিক সময়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে একজন দক্ষ ও শক্ত রাষ্ট্রনায়ক হিসেবে পরিগণিত করেছেন কঠিন কঠিন কিছু সিদ্ধান্ত গ্রহণ করে.. ভারতীয় জনগণের বড় অংশ এখন ও নানা ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আস্থাশীল তা সামনে এসেছে.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment