"একদিন মশার কামড়েই দিদির রাজত্ব হবে ছাড়খাড় : জয় ব্যানার্জী

স্নেহাশিষ মুখার্জি :তৃণমুলের লাগামছাড়া দূর্নীতি ,তোষণ নীতির প্রতিবাদে গতকাল বর্ধমান পূর্বের মঙ্গলকোট বিধানসভার অন্তর্গত কাটোয়ার কলসায় প্রায় ৭ হাজার মানুষের ভিড়ে বক্তব্য রাখতে গিয়ে টলিউডের হিরো তথা বিজেপির রাজ্য কমিটির সদস্য জয় ব্যানার্জী রাজ্যের ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির কথা উত্থাপন করতে গিয়ে বলেনঃ " আজগে কয়েকটা জেলায় ডেঙ্গু মহামারীর আকার ধারন করেছে | সারা পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে | আর দিদি কালা দিবস করছে | কারণ মাটির তলায় পোঁতা ৫০০ ,১০০০ টাকার নোট গুলো দিদির চ্যালা চামুন্ডাদের যদি কোনোভাবে চালিয়ে দেওয়া যায় | মোদি যদি এক দুজনকে ছাড় দিয়ে দেয়l সেই জন্য উঁনি সব কিছু ছেড়ে কালা দিবস করছেন | আর যে কটা নেতা মন্ত্রি আছে তাঁরা হাঁটতে হাঁটতে ব্লিচিং পাউডার নিয়ে বেরোচ্ছেন আর সেলফি তুলছেন | তিঁনি আরও কটাক্ষ করে বলেনঃ এই হচ্ছে ওঁদের কাজ | দিদিকে সাবধান হতে বলেন | মৃত্যু নিয়ে দিদি নাকি ছেলেখেলা করছেন | দিদি নিজের রাজ্যের খবর না রেখে গুজরাট , মধ্যপ্রদেশের ডেঙ্গুর খবর নিচ্ছেন | রাজ্যের ডাক্তারদের ডেঙ্গু লিখতে বারণ করছেন |সর্বশেষে তাঁর আক্ষেপ যে তিঁনি দিদির রাজ্যে বসবাস করছেন | এরপর তিঁনি রীতিমতো তৃনমূল সুপ্রিমোকে হুঁশিয়ারি দিয়ে বলেনঃ "উঁনি যদি এখন সতর্ক না হন , তা হলে ডেঙ্গুর মশার কামড়ে ওনার রাজত্ব ছাড়খাড় হোয়ে যাবে "| 
উক্ত জনসভাতে তৃণমূল নেতা সিদ্দিকুল্লা কেও তিঁনি এক হাত নিয়ে বলেনঃ "পূর্বে তাঁর জনপ্রিয়তা অনেকটাই ছিল , কিন্তু বৰ্তমানে তৃনমূল দল তাঁকে মিথ্যা কথা বলিয়ে বলিয়ে নৈতিক চরিত্রেরও অধঃপতন ঘটিয়েছে | ফলে সাধারণ মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা কমছে | দূর্নীতিকে দূর্নীতি বলা যাবে না , কালো টাকাকে কালো টাকা বলা যাবে না , কেমন লাগছে মিথ্যে কথা বলতে সিদ্দিকুল্লা সাহেব | এত কিছু বলার পরও তিঁনি ক্ষান্ত হননি | তিঁনি নিজের দলকে উজ্জীবিত করতে এবং তৃণমূলকে এক প্রস্থ চ্যালেঞ্জ জানিয়ে বলেন "জঙ্গলমহলের মাটির ঘর থেকে এক চাষির ঘর থেকে উঠে আসা বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষের যোগদানের পর বিজেপিতে উত্থান এসেছে , বিজেপিতে ফুর্তি এসে গেছে বিজেপিতে দলে দলে যোগদানের হিড়িক পরে গেছে | একটা তীরেই তৃনমূল বেসামাল হোয়ে যাচ্ছে আবার তাঁর সাথে যুক্ত হচ্ছে আরও একটা তীর কাঁচরাপাড়ার কাঁচ্চা ছেলে মুকুল রায় | আজকে মনে করুন দিদি এই কাঁচরাপাড়ার কাঁচ্চা ছেলে আপনার তৃণমূলকে পাক্কা করেছিল , আর এইবার তৈরি থাকুন পশ্চিমবঙ্গে মুকুল রায় কিন্তু বিজেপিকেও পাক্কা করবে এই কথা বলে দিয়ে গেলাম "|তাঁর এই কটাক্ষ বাক্যে অনুপ্রাণিত হোয়ে সিপিএম ও অন্যান্য দল থেকে প্রায় ৪০০ কর্মী-সমর্থকরা সরাসরি  বিজেপিতে যোগদান করেছে | 



Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment