দুই বর্ধমানেই তৎপর বিজেপি

Indiapost24 Desk:পশ্চিমবঙ্গের পুর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আগামী বছর পঞ্চায়েত নির্বাচন ও ২০১৯ সালে লোকসভার নিৰ্বাচনকে কেন্দ্ৰ করে গেরুয়া শিবিরের রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে |এই দুই জেলার রাজনৈতিক পর্যটকরা মনে করছেন সিপিএম সাংগঠনিক ক্ষমতা হারানোয় ও জনসমর্থন অনেক পিছিয়ে পড়ায় রাজ্যের শাসক দল তৃণমুল কংগ্রেসের বিরোধি পক্ষ হিসেবে বিজেপির আত্মপ্রকাশ জোরদার হচ্ছে |সিপিএম কংগ্রেস সহ বিভিন্ন বিরোধি দল সংগঠনের অভাবে পুর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় অনেকটা পিঁছিয়ে পড়ায় এই দুই দলের অনেক সমর্থক একদিকে তৃণমুল কংগ্রেস ও অন্যদিকে বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমুল বিরোধি শক্তি হিসেবে দ্রুত মাটির নিচে জমি পাচ্ছে বিজেপি এমনটাই ধারণা রাজনৈতিক মহলের |বিজেপির দাবি অনেক বিক্ষুব্ধ তৃণমুল সমর্থক নাকি পুর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলায় আগামীদিনে গেরুয়া শিবিরে নাম লেখানোর জন্য তৈরি হচ্ছে |যদিও এই দুই জেলায় তৃণমুল নেতৃত্ব বিজেপির দাবিকে অসম্ভব বলে উরিয়ে দিয়েছেন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment