প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত চাষিদের ১১৮১ কোটি টাকা দেবে রাজ্য

Indiapost24 Desk:চলতি আর্থিক বছরে বন্যাসহ বিভিন্ন প্ৰাকৃতিক বিপর্যয়ে ফসলের ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকার চাষিদের ১১৮১ কোটি ৩৬ লক্ষ টাকা দেবে |নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের পর কৃষিমন্ত্রী জানিয়েছেন কেন্দ্রের কাছ থেকে ফসলের ক্ষতিপূরণ এর কোন টাকা পাওয়া না যাওয়ায় রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে চাষিদের টাকা দেবে |ক্ষতিপুরণের চেক বিলির প্রক্রিয়া সহজেই শুরু হবে |তৃণমুল সরকার ক্ষমতায় আসার পর চাষিদের পারিবারিক গড় আয় প্রায় আড়াই গুণ বেড়েছে |২০১০ -১১ সালে আয় ছিল মাত্র ৯১ হাজার ১১ টাকা |তা বেড়ে হোয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ১২৩ টাকা |আগামীদিনে চাষিদের আয় যাতে বাড়ে তার ওপর গুরুত্ব দেওয়া হোয়েছে |এর জন্য খরিফ মরশুমের শুরু থেকে সরকারি উদ্যোগে ধান কেনার উপর বিশেষ জোর দেওয়া হোয়েছে |



source-AITC
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment