বিশ্ববাংলার লোগো নিয়ে আবার সরব মুকুল রায় ......

স্নেহাশিষ মুখার্জি :গতকালই পশ্চিমবঙ্গের বিধানসভায় রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববাংলা বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন |তার ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতায় সাংবাদিক সম্মেলন ডেকে একদা মমতা ঘনিষ্ট ও বর্তমান বিজেপি নেতা মুকুল রায় পালটা বক্তব্য তুলে ধরলেন |মুকুল রায়ের বক্তব্য বিশ্ববাংলা লোগো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্য সরকারের চুক্তিপত্র প্রকাশ্যে আনা হোক |এদিনের সাংবাদিক সম্মেলনে মুকুল রায় দাবি করেন ১০ নভেম্বর কলকাতার রাণী রাসমণি রোড এ বিজেপির সভায় বিশ্ববাংলা প্রসঙ্গ তুলে ধরেছিলেন তিনি |এরপর ১৩ নভেম্বর আবেদন প্রত্যাহার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় |কেনো বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিষেক প্রত্যাহার করলেন তা নিয়ে প্রশ্ন তোলেন মুকুল রায় |এদিন বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে মুকুল রায় বলেন ,২০১৩ সালে চুক্তি হয়ে থাকলে মমতা চুক্তিপত্রটি প্রকাশ করছেন না কেন ?রাজ্য সরকার কেন জানাচ্ছে না লোগোটির মালিকানা কার আছে ?তবে এদিন মুকুল রায়ের প্রেস বিবৃতির পর বিশ্ববাংলা বিতর্ক নিয়ে যে মুকুল তৃণমূলকে অস্বস্তিতে ফেলতে পারেননি তা নিয়ে একমত বিজেপির নেতৃত্বেরই একাংশ |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment