ডায়াবেটিসে বছরে ২১ লক্ষ নারীর মৃত্যু

প্রতি বছর ভারত, বাংলাদেশ ,পাকিস্তান ,নেপাল ,দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ডায়াবেটিসের কারণে ২১ লক্ষ নারী মৃত্যু বরণ করেন |যেসব নারি ডায়বেটিসে আক্রান্ত তাদের হৃদরোগ হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় ১০ গুন্ বেশি |বর্তমান বিশ্বে ডায়বেটিস রোগী কমপক্ষে ১৬.২ % শুধুমাত্র গর্ভকালীন ডায়বেটিসে আক্রান্ত |দক্ষিণ পূর্ব এশিয়াতে ডায়বেটিস রোগীর হার ২৩.৬%|আন্তর্জাতিক ডায়বেটিস ফেডারেশন বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে তাদের ওয়েবসাইডে এই তথ্য প্রকাশিত হয়েছে |প্রতি ৫ জন ডায়বেটিস আক্রান্ত নারী প্রজনন সময়কালের মধ্যে প্রায় ৬০ মিলিয়ন |আর যাদের টাইপ ১ডায়াবেটিস আছে তাদের গর্ভস্থ সন্তান হওয়ার নষ্ট হওয়ার ঝুঁকি বেশি |এর অর্ধেকের বেশি ৩০ বছরের কম বয়সী প্রসূতিদের ক্ষেত্রেও ঘটে |যাদের গর্ভকালীন ডায়বেটিস আছে পরবর্তী ৫ বছরের মধ্যে অর্ধেকের বেশি ডায়বেটিসে আক্রান্ত হতে পারেন |এই নারীদের বসবাস অনুন্নত দেশগুলিতে |আন্তরজাতিক ডায়বেটিস ফেডারেশনের মতে ২০১৬ সালে বিশ্বব্যাপী আক্রান্ত নারীর সংখ্যা ছিল ১৯৯ মিলিয়ন |২০৪০ সালে দাঁড়াবে ৩১০ মিলিয়ন | আন্তর্জাতিক ডায়বেটিস ফেডারেশনের মতে গর্ভকালিন ডায়বেটিস গর্ভবতীকে আক্রান্ত করলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে গর্ভস্থ শিশু |বিশেষজ্ঞদের মতে ,ডায়বেটিস আক্রান্ত নারীর পর্যাপ্ত আবশ্যকীয় চিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে |ডায়বেটিস প্রতিরোধ নীতিমালা পরিকল্পনায়নারীদের সুব্যাবস্থা পুষ্টি সুস্বাস্থ প্রাগ গর্ভকালিন এবং নবজাতকের শৈশবকালীন পুষ্টিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে বলে মত প্রকাশ করেন আন্তর্জাতিক ডায়বেটিস ফেডারেশন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment