বিশ্বে বিশ্বজুড়ে ৯ কোটি ৬০ লক্ষ মানুষের জরুরি সাহায্যের প্রয়োজন .....

NNS:রাষ্ট্রসঙ্ঘ বিশ্বে ৩৩ টি দেশে সবচেয়ে অসহায় প্রায় ৯ কোটি ৩০ লক্ষ মানুষকে বাঁচানোর লক্ষে ২ হাজার কোটি ২২ লক্ষ ডলার সাহায্যের আবেদন করেছে |দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি মানুষ মানবিক সংকটের সম্মুখীন বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ |তাদের পর্যবেক্ষনে বলা হয়েছে হিংসার কারনে ১২ কোটি ৮০ লক্ষের বেশি মানুষ উদ্বাস্তু হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন |

রাষ্ট্র সংঘ জরুরি ভিত্তিতে ৯ কোটি ৩০ লক্ষ মানুষের জীবন রক্ষায় সহায়তার জন্য বিশ্বে এর বিভিন্ন দেশের কাছে আবেদন জানিয়েছে |রাষ্ট্রসংঘের মানবিক শীর্ষ কর্তারা জানিয়েছেন কয়েক হাজার কোটি ডলারের যে আবেদন করা হোয়েছে তা লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষায় পরিবর্তন আনবে |রাষ্ট্রসংঘের মতে সিরিয়া ,ইরাক ,ইয়েমেনের সবচাইতে বিপদের মধ্যে যে সমস্ত মানুষ রয়েছেন তাদের সুরক্ষা প্রদান করবে এই সাহায্য |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment