মোদীর লাইনে চলা শুরু পশ্চিমবঙ্গ বিজেপির ......

NNS:পশ্চিমবঙ্গের আসন্ন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ,সবং ও নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের পাশে আগামী পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের শাষক দল তৃণমুল কংগ্রেসের প্রতিপক্ষ হিসাবে নিজেদের এগিয়ে আনতে চাইছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা |মুকুল রায় গেরুয়া শিবিরে আসায় দলীয় সূত্রের খবর অনুযায়ী বিজেপি তৃণমুলের অনেক  নেতা ও কর্মীদের দলে পাবে বলে আশা প্রকাশ করছে |এর পাশে নরেন্দ্র মোদীর দেখানো পথে হেটে দলের রাজ্য তহবিলে স্বচ্ছতা আনতে পদক্ষেপ নিতে চলেছে রাজ্য বিজেপি এবার নগদে অনুদান নিষিদ্ধ করেছে  | কার্যত চেক ও ই - ব্যাঙ্কিং এর মাধ্যমে এই অনুদান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্ব |রাজ্য বিজেপির উদ্যোগে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন থেকে রাজ্যের সমস্ত ব্লকে শুরু হতে চলেছে 'আজাবীন সহযোগী নিধি 'কর্মসূচি |যা শেষ হবে ২৫ ডিসেম্বর ,অটল বিহারি বাজপেয়ির জন্মদিনে |এই কর্মসূচিতে দলের প্রতিটি বাড়িতে গিয়ে অনুদান গ্রহণ করবে বিজেপি নেতৃত্ব |যা জমা পড়বে দলের রাজনৈতিক তহবিলে |বিজেপি সূত্রে খবর যে কোন মূল্যের অনুদান নেওয়া হবে ই -বাঙ্কিং এর মাধ্যমে |প্রতিটি অনুদানকারীকে নিদিষ্ট রসিদ দেওয়া হবে রাজ্য বিজেপির পক্ষ থেকে |আয়করদপ্তরের নিয়ম মেনে ২০০০ টাকার বেশি অনুদান দিলে অনুদানকারীর নাম উল্লেখ করতে হবে |বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন 'এক প্রকার কালো টাকাই নিয়ন্ত্রণ করে রাজনীতিকে |কালো টাকা বন্ধে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী |তাই কেউ ২ টাকা ,৫ টাকা ,১০ টাকা যা অনুদান দেবে তা নেওয়া হবে চেকের মাধ্যমে '|এদিকে বিজেপি রাজ্যের বিভিন্ন প্রান্তে মূল বিরোধি পক্ষ হয়ে আন্তপ্রকাশ করার যে চেষ্টা চালাচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে সিপিএম ,পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতাদের ও|
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment