নির্বাচনী প্রচারে বলা যাবে না "পাপ্পু"

NNS:আসন্ন গুজরাট  বিধানসভা নির্বাচনে নির্বাচনী প্রচারে পাপ্পু শব্দটি ব্যবহার করতে পারবে না বিজেপি  ঠিক এমনটাই নির্দেশিকা জারি করলে জাতীয় নির্বাচন কমিশন.. সম্প্রতি গুজরাটে টেলিভিশনের এক নির্বাচনী বিজ্ঞাপন নিয়ে বিতর্কের পর এ নির্দেশিকা জারি করেছে আদালত..  কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে "পাপ্পু" বলে কটাক্ষ করে থাকে  বিরোধীরা.. সম্প্রতি সেই শব্দটি ব্যবহার করে গুজরাট বিধানসভা নির্বাচনে একটি দলীয় বিজ্ঞাপন তৈরি করে বিজেপি.. দলের দাবি বিজ্ঞাপনের চিত্রনাট্য এর সঙ্গে  কোন ব্যক্তির কোনো যোগাযোগ নেই.. যদিও তা মানতে নারাজ কংগ্রেস..ওই  শব্দ ও বিজ্ঞাপনটি প্রত্যাহারের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তারা, এরপরই "পাপ্পু" শব্দটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন.. বিজেপির দাবি বিজ্ঞাপনটিতে  কোন ব্যক্তির কোনোও উল্লেখ নেই, ফলে সিদ্ধান্ত পূনর্বিবেচনা করুক কমিশন..কিন্তু  অন্যদিকে কংগ্রেস নির্বাচন কমিশনের নির্দেশে খুশি.. গুজরাটের দলের শীর্ষ নেতৃত্ব  কমিশন এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন..
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment