বাংলায় উন্নয়ন করতে না পারলে ঘাড় ধাক্কা দেবেন বিজেপিকে:জয় ব্যানার্জী

স্নেহাশিষ মুখার্জি :তৃণমূল কংগ্রেসের লাগাতার মিথ্যা প্রতিশ্রুতি , ভড়ংবাজী এবং লোক দেখানো মুসলিম তোষণনীতির প্রতিবাদ জানিয়ে এদিন কয়েক হাজার মানুষের ঢলে এক জনসভায় বিজেপি নেতা জয় ব্যানার্জী তৃণমূল সুপ্রিমো কে কটাক্ষ করে বলেন রাজস্থানে এক যুবক হত্যার প্রতিবাদে দিদি যে ভাবে তৎপরতা দেখাচ্ছে ,তাঁর পরিবারের পাশে দাঁড়াচ্ছে , পোবারের একজনকে চাকরি দিচ্ছে ,অন্য সম্প্রদায়ের তদ্রুপ কিছু ঘটলে তিঁনি কি এইভাবে তৎপর হবেন ? অপরদিকে গঙ্গাসাগর মেলায় এ বছর মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে | যার ক্ষতিপূরণ আজও সেইসব পরিবাররা পায় নি | তাঁদের প্রতি তৃণমূল নেত্রীর  কোন ভ্রুক্ষেপ নেই  | আবার  দু-তিনদিন আগে কলকাতা শহরে ডেঙ্গুতে একটা পরিবারের সাত বছরের মেয়ে মারা যায় , সেও কিন্তু একটা সংখ্যালঘু পরিবারের মেয়ে, কিন্তু তাঁর বাড়ীতে মমতা ব্যানার্জী প্রতিনিধি দল পাঠান নি তো ? তাঁর বাবা মাকে তো সান্ত্বনা দিতে যাননি তো  ? খুব স্বাভাবিক কারণ,ঘটনাটা পশ্চিমবঙ্গের,তার নিজের শাসিত রাজ্যে , তাই নিজের সরকারের ব্যার্থতার দায় এড়াতে তিঁনি ঐ পরিবারের দিকে ঘুরেও তাকান নি | আর অন্যদিকে তিঁনি মালদায় প্রতিনিধি পাঠিয়ে সব গণমাধ্যমে গুলির  দৃষ্টি আকর্ষণ করেছেন কারণ রাজস্থান বিজেপি সরকার পরিচালিত রাজ্য যে| বিজেপিকে হেয় প্রতিপন্ন করবার জন্যই সমবেদনার নামে তাঁর এই প্রতিহিংসা মূলক রাজনিতী | 


তিনি আরো বিঁধে যান দিদি একটা রাজ্য নিয়ে হিমশিম খাচ্ছে | আর কেন্দ্রে বিজেপি সরকার পরিচালিত ১৮ টা রাজ্য , যেখানে শান্তি বিরাজ করছে |একই সঙ্গে যেখানে সহবস্থান হিন্দু মুসলিমের, একই সঙ্গে যেখানে মন্দিরের ঘন্টা এবং মসজিদের আজান  শোনা যাচ্ছে | আমাদের মোদিজিকে এর জন্য আলাদাভাবে ভড়ংবাজি করতে হচ্ছে না | এরপর বিজেপি নেতা জয় ব্যানার্জী পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন বিজেপিকে একবারের জন্য ভোটযুক্ত করে  পশ্চিমবঙ্গের ক্ষমতায় নিয়ে আসতে, তাহলে জাতি ধর্ম নির্বিশেষে সবাইয়ের যদি উন্নয়ন না হয় তাহলে আগামী দিনে আবার ঘাড় ধাক্কা দিয়ে বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে বের করে দিতে |এই ভাবে তার সভা থেকে রাজনৈতিক ভাবে অনুপ্রাণিত হয়ে কম বেশি ১০০ জন বিজেপিতে যোগদান করে সভা কে সাফল্য-মন্ডিত করে..
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment