রুপা লকেটরাই বিজেপির তৃণমুল বিরোধী অস্ত্র

Indiapost24 Desk:পশ্চিমবঙ্গে বিগত ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের পর বিজেপি ক্রমেই তৃণমুল কংগ্রেসের প্রধান বিরোধী দল হওয়ায় প্রতিনিয়ত নিজেদের রাজনৈতিক তৎপরতা বাড়িয়ে চলেছে |২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় ১৮ % জনসমর্থন লাভ করে |যদিও ২০১৬ বিধানসভা নির্বাচনে কমে দাঁড়ায় ১১% কাছাকাছি |বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস ও বামেদের রাজনৈতিক জোট ভেঙ্গে যাওয়া সাংগঠনিক ক্ষেত্রে বামেদের বিপর্যয় বেড়ে যাওয়ার পর কংগ্রেস ও বামেদের পিছনে ফেলে বিজেপি এগিয়ে আসছে |
আগামী বছর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে ঘা দিতে মুকুল রায়,লকেট চট্টোপাধ্যায়,রুপা গঙ্গোপাধ্যায়,রাহুল সিনহা,দিলীপ ঘোষ রাজ্যে বিভিন্ন অংশে তৃণমুলের বিরুদ্ধে প্রচার অভিযানে মুখ্য মুখ হিসেবে অংশ নেবেন |২১ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর এ সবং বিধানসভা উপ নির্বাচনে বিজেপি দ্বিতীয় স্থান দখলে মরিয়া হয়ে  ইতিমধ্যেই প্রচারে নেমেছে  |অন্যদিকে তৃণমুলের বিরুদ্ধে বিজেপি আন্দোলন ও প্রচারে এর মধ্যে নিজেকে মেলে ধরতে চাইছে |এক্ষেত্রে টলিউডের দুই অভিনেত্ৰী রুপা গঙ্গোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায়কে সামনের সারিতে এনে বিজেপি তৃণমুল বিরোধী অস্ত্র হিসেবে তাঁদের ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন |


রাজনৈতিক মহলের মতে বাম ও কংগ্রেস শিবিরে রাজনৈতিক হতাশা ও নিস্কৃয়তার সুযোগে এরই মধ্যে উত্তরবঙ্গে বিজেপি প্রধানতম তৃণমুল বিরোধি শক্তিতে পরিণত হয়েছে |তাই বিজেপি এখন রুপা,লকেট কে তৃণমুল বিরোধী অস্ত্র হিসেবে কাজে লাগিয়ে দ্রুত প্রধান বিরোধী হওয়ার পরিসর বাড়াতে রাজনৈতিক তৎপরতা জোরদার করার দীৰ্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল |

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment