NNS:'বন্দেমাতরম 'নয় জাতীয় সংগীত 'জনগণমন 'গাওয়া উচিত প্রত্যেকের |মিরাটে নয়া এসপি পুরপ্রধান সুনিতা বর্মা জানিয়ে দিলেন যে ,মিরাট পুরনিগমের বোর্ড মিটিং এর আগে ও পরে প্রত্যেক সদস্যের জাতীয় সংগীত জনগমন গাওয়া উচিত |সম্প্রতি মিরাট পুরনিগম হাতছাড়া হওয়ার পর মিরাটে প্রাক্তন বিজেপি মেয়র হরিকান্ত আলুওয়ালিয়া বলেন যে ,মিরাট পুরসভায় প্রত্যেকে বন্দেমাতরম গাইতে হবে |এই মর্মে নির্দেশ জারি করা হয় |কিন্তু বিজেপি ক্ষমতা হারানোর পর বিএসপি নতুন মেয়র সুনীতা বর্মা জানিয়ে দেন যে ,বন্দেমাতরম নয় ,জাতীয় সংগীত জনগণমন |
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment