মোদীকে তুষ্ট করছেন মমতা চাঞ্চল্যকর অভিযোগ বিরোধীদের ....

NNS:সিপিএমএর পশ্চিমবঙ্গ নেতৃত্বের বড় অংশ ও প্রদেশ কংগ্রেসের বেশকিছু নেতা আবার দিদিভাই -মোদীভাই গোপন বোঝাপড়ার অভিযোগ তুলতে সক্রিয় হয়েছেন |তৃণমুল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সখ্য রক্ষার প্রচেষ্টা করেছেন  ঠিক এমনটাই অভিযোগ বাম ও কংগ্রেসের |
কলকাতা বিধানসভা ভবনে পুস্প প্রদর্শনী অনুষ্ঠানে গীতাপাঠ সেই প্রচেষ্টারই অন্যতম অঙ্গ বলে অভিযোগ বিরোধিদের |সরকারি অনুষ্ঠানে গীতাপাঠ ঘিরে নয়া বিতর্ক |সেই বিতর্কই বিজেপি ও তৃণমুলের নতুন করে সম্পর্ক স্থাপনের উপায় বলে অভিযোগ বিরোধিরা করলেও তা উরিয়ে দিয়েছে সরকার পক্ষ |বিধানসভা ভবনে পুষ্প প্রদর্শনীর রেওয়াজ বহুদিনের |সেই অনুষ্ঠানে গীতপাঠ আনসার এই প্রথম |
গতকাল বিধানসভায় পুষ্প প্রদর্শনীর সুচনা হয় |অনুষ্ঠানে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ,বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ,পরিষদীয় মন্ত্ৰী পাৰ্থ চট্টোপাধ্যায় বিরোধি দলনেতা আবদুল মান্নান ,বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী উপস্থিত ছিলেন |বরাহনগরের রামকৃষ্ণ সারদা মিশনের ছাত্রীরা উপস্থিত ছিলেন |
অনুষ্ঠানে এর শেষে সুজন চক্রবর্তী ক্ষোভ প্রকাশ করে বলেন,শাষক পক্ষ কি দিল্লিকে বার্তা দিতে চাইছে,আমরাও তোমাদের পথে এগোচ্ছি |বিরোধী  দলনেতা আবদুল মান্নান অনুষ্ঠানে গীতাপাঠ নিয়ে অন্যায়ের কিছূ না দেখলেও বিষয়টি নিয়ে মানুষ সন্দেহ করেছেন বলে বলে মন্তব্য করেছেন |
তিনি বলেন ,ইদানিং যে আচরণ করছেন,তা বিজেপির সঙ্গে সখ্য রক্ষার প্রচেষ্টা মাত্র |আবদুল মান্নান জানান ,মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাটে কংগ্রেসের সফলের পরেও কোন বার্তা দেননি |এমনকি রাহুল গান্ধী সভাপতি হওয়ার পরেও তাঁকে অভিনন্দন জানাননি |
টুজি কেলেঙ্কারি নিয়ে আদালতের রায়ে নীরব থেকেছেন সারদা -নারোদা মত অভিযোগ থেকে দল ও নেতাদের বাঁচাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এর এই পদক্ষেপ কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আবদুল মান্নান |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment