স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ১৯৯৩ সালে ‘জুর্যাসিক পার্ক’ সিনেমাটি মুক্তি পায়। বিজ্ঞান কল্পকাহিনীমূলক এই ছবি সিনেমা প্রেমিদের মধ্যে নতুন করে ডাইনোসরদের ভয় ডুকিয়ে দেয়।ভয়ংকর সব দৃশ্য তুলে ধরে অল্প সময়ের মধ্যেই সিনেমাটি খুব জনপ্রিয় হয়ে উঠে।
সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় ১৯৯৭ সালে ‘দ্য লস্ট ওয়ার্ল্ড: জুরাসিক পার্ক’ সিরিজের দ্বিতীয় খন্ড বের হয়। তার তিন বছর পর ২০০১ সালে এর তৃতীয় খন্ড ‘জুরাসিক পার্ক ৩’ মুক্তি পায়। এরপর দীর্ঘ বিরতীর পর ২০১৫ সালে ‘জুরাসিক ওয়ার্ল্ড’ হয়ে আবারো ফিরে আসা ডাইনোসরগুলো সবার মন জয় করে নেয়। এবার আরো ভয়ংকর রূপ নিয়ে ২০১৮ সালে আসছে ‘জুরাসিক ওয়ার্ল্ড:ফলেন কিংডম’।
আগের চেয়ে অনেক বড় বাজেট নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। ২৬০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত হচ্ছে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’।ফ্র্যাঙ্ক মার্শাল, প্যাট্রিক ক্রাউলি, বেলেন আটিয়েনজা প্রযোজিত ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’ ছবিটি মুক্তি পাবে আগামী ২২ জুন।
সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় ১৯৯৭ সালে ‘দ্য লস্ট ওয়ার্ল্ড: জুরাসিক পার্ক’ সিরিজের দ্বিতীয় খন্ড বের হয়। তার তিন বছর পর ২০০১ সালে এর তৃতীয় খন্ড ‘জুরাসিক পার্ক ৩’ মুক্তি পায়। এরপর দীর্ঘ বিরতীর পর ২০১৫ সালে ‘জুরাসিক ওয়ার্ল্ড’ হয়ে আবারো ফিরে আসা ডাইনোসরগুলো সবার মন জয় করে নেয়। এবার আরো ভয়ংকর রূপ নিয়ে ২০১৮ সালে আসছে ‘জুরাসিক ওয়ার্ল্ড:ফলেন কিংডম’।
আগের চেয়ে অনেক বড় বাজেট নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। ২৬০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত হচ্ছে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’।ফ্র্যাঙ্ক মার্শাল, প্যাট্রিক ক্রাউলি, বেলেন আটিয়েনজা প্রযোজিত ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’ ছবিটি মুক্তি পাবে আগামী ২২ জুন।
0 comments:
Post a Comment