শরদ যাদবের রাজ্যসভার সাংসদ পদ খারিজ .....

Indiapost24 Desk:বিজেপির দোসর তথা বিহারের মূখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে বিরোধের জেরে রাজ্যসভার সাংসদ পদ খোয়ালেন শরদ যাদব |পুরোনো দল জেডিইউর দাবি মেনে রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু খারিজ করে দিলেন তার পদ |নির্দেশে বলা হোয়েছে ,শরদ সেচ্ছায় জেডিইউ থেকে পদত্যাগ করেছেন |সেই দলের হোয়ে রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হন তিনি |তাই দল ছাড়ার পর সাংসদ পদে থাকার যোগ্যতা হারিয়েছেন তিনি |একইভাবে সাংসদ পদ কেড়ে নেওয়া হোয়েছে জেডিইউ নেতা আলি আনোয়ারের ও |তার বিরুদ্ধে দল বিরোধি কাজের অভিযোগ আনা হোয়েছে |আরজেডি -কংগ্রেসের সঙ্গে মহাবন্ধন জোট ভেঙে মাসকয়েক আগে নীতিশকুমার বিজেপির হাত ধরেন |এই সিদ্ধান্তেই অসন্তোষ জানান শরদ যাদব |এমনকি লালুপ্রসাদযাদবের জনসভায় দেখা যায় তাকে |নীতিশের বক্তব্য ছিল ,লালু ও তার ছেলে তেজস্বী যাদবের দূর্নীতির চোটে বিহারে কাজ করা যাচ্ছে না |কিন্তু শরদ সেই দাবি খারিজ করে বলেন ,জনতার রায়কে অসম্মান করে ক্ষমতার লোভে নীতিশ বিজেপির সঙ্গে জোট বেঁধেছেন |জেডিইউএর অন্যতম প্রতিষ্ঠাতা -সদস্য শরদের দাবি ,তিনি আসল জেডিইউ |যদিও দলের নির্বাচনী প্রতীক তীর চেয়ে তার আবেদন নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে |উপ রাষ্ট্রপতি এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন বিরোধি দলের নেতারা |রাজ্যসভার এথিক্স কমিটির বৈঠক ও ডাকা হয়নি বলে অভিযোগ |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment