আগামী দু’সপ্তাহের ভিতরে সারদার চার্জ-শিট : সিবিআই

Indiapost24 Desk:আগামী দু’সপ্তাহের ভিতরেই সারদা মামলায় চার্জ-শিট দিতে চলেছে সিবিআই। বুধবার হাইকোর্টকে এই কথা জানালেন সিবিআই-এর কোসুলি বেঙ্কট রাঘবাচেল্লুর। তার আগে এই মামলায় ধৃত মনোরঞ্জনা সিং, সুদীপ্ত সেন, রমেশ গান্ধী ও মাতঙ্গ সিংকে মুখোমুখি বসিয়ে জেরা করার প্রয়োজন আছে বলেও আদালতকে জানান তিনি। বুধবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি রাজষী ভরদাজের এজলাসে রমেশ গান্ধী ও মাতঙ্গ সিং-এর জামিনের শুনানি ছিল। সিবিআই-এর পক্ষ থেকে রাঘবাচেল্লুর আদালতকে জানান, এই দু’জনকে কোনও ভাবে ছাড়া যাবে না। কেন না এই দু’জনই সারদার মিডিয়া বিক্রি করার টাকা নিয়েছে।যে টাকা সারদার ঘরে যাওয়ার কথা ছিল সেই টাকা এরা ঘুরিয়ে নিজেদের অ্যাকাউন্টে নিয়ে চলে গিয়েছে। এর যথেষ্ট প্রমান আছে সিবিআই-এর হাতে । আগামী দু’সপ্তাহের ভিতরে সিবিআই এই ঘটনার  চার্জ-শিট পেশ করতে চলেছে। সেখানেই সব বলা থাকবে। আর এই ঘটনা সব জানে মনোরঞ্জনা সিং। তাই এই চারজনকে এক সঙ্গে মুখোমূখি বসিয়ে জেরা করার প্রয়োজন আছে। সিবিআই-এর বক্তব্য শোনার পর আদালত জানিয়ে দেয়, আগামী এক সপ্তাহের ভিতরে সিবিআইকে জেরা পর্ব  শেষ করতে হবে। আগামী ১৮ তারিখ এই মামলার পরবতী শুনানির দিন হিসাবে ধার্য  করা হয়েছে। ওই দিন রমেশ গান্ধী ও মাতঙ্গ সিং-এর জামিনের আবেদন শুনবে আদালত।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment