তাহলে কী সত্যিই ফেসবুকে অবসাদ আসে ?

NNS-যতই আপনি সোশ্যাল নেটওয়ার্কিং ফেসবুক নিয়ে মাতামাতি করুন,এই অভ্যাসটি ছেড়ে দিতে পারলে আপনি ভালো থাকবেন,খুশি থাকবেন |ডেনমার্কের থিঙ্ক ট্যাঙ্ক হ্যাপিনেস ইন্সটিটিউটের গবেষকরা এমনটাই বলছেন .ডেনমার্কের ১৯৫ জন স্বেচ্ছাসেবকের ওপর এই সমীক্ষা চালিয়েছেন যাদের মধ্যে ৯৪%ফেসবুক এ আসক্ত |তাদের দুটি ভাগে ভাগ করে সমীক্ষা চালানো হয় |অর্ধেককে ফেসবুক করতে দেওয়া হয় ,বাকিদের বিরত রাখা হয় |এক সপ্তাহ পর দেখা যায় যারা ফেসবুক করছিলেন না তারা তাঁদের ৮৮% খুশি হোয়েছে |আর যারা ফেসবুক করছিলেন তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন |তাঁদের বক্তব্য আমাদের কি চাই তার ওপর মনোযোগ দেওয়ার বদলে অন্যদের কি রোয়েছে ফেসবুক তার দিকে গুরুত্ব দিতে শেখায় |কয়েকদিন ফেসবুক করার কথা ভুলে কাজে মন দিলে আর দ্রুত ও খুশি মনে আপনি আপনার কাজ শেষ করতে পারবেন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment