মৃত্যুঞ্জয় সরদার :সম্প্রতি বাঁকুড়ার এক ইলেকট্রিক মিস্ত্রী হেমন্ত রায় কে কেরালার বুকে নৃসংশ ভাবে হত্যাকাণ্ডের তদন্তের দাবী জানিয়েছে ফ্রেটারনিটি মুভূমেন্ট অফ ইন্ডিয়া। এফ এম অফ ই পশ্চিমবঙ্গ শাখার কনভেনর আরাফাত আলী বলেন, রোহিত, নাজির, আখলাক, গৌরী, আফরাজুল এবংএর পর সংযোজিত হলো হেমন্ত. এরা কেউ ছাত্র, কেউ যুবক, কেউ আবার সাংবাদিক, কেউ বা খেটে খাওয়া শ্রমিক। আফরাজুলের নিষ্ঠুর হত্যা নিয়ে সারা দেশ যখন পথে নেমেছে প্রতিবাদ জানাতে তখন দেশের অন্য প্রান্তে কেরলে ঘটলো আর একটি নারকীয় হত্যাকান্ড। হেমন্ত রায় মাস তিনেক আগে ইলেকট্রনিক মিস্ত্রী হিসেবে কাজ করতে গিয়েছিলেন কেরালায়। গত রবিবার দুপুরে বাড়িতে কথা বলেছিলেন স্ত্রীর সাথে, বাড়ি ফিরবেন বলে জানান, কিন্তুু তার আর বাড়ি ফেরা হয়নি।
সারা দেশ জুড়ে যে একের পর এক হত্যাকাণ্ড ঘটে চলেছে দেয় সম্পর্কে ফ্রাটারনিটি মুভমেন্ট মনে করে যে এক শ্রেনীর প্রতিক্রিয়াশীল সংগঠন জনমানসে ভীতি সঞ্চার করে,মুখ বন্ধ করে দেওয়ার জন্য পরিকল্পিত ভাবে এসব ঘটাচ্ছে। কিন্তু তারা সফল হবে না। এই হত্যার খেলা বন্ধ করতে হবে বলে হুশিয়ারি দিয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে। অন্যদিকে দলের পক্ষ থেকে হেমন্ত রায়ের পরিবার কে সমবেদনা ঞ্জাপন ও পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি সরকারের কাছে অবিলম্বে হেমন্ত রায় খুনের পূর্ন তদন্ত এবং খুনীদের চরম শাস্তির দাবী জানিয়েছে।
সারা দেশ জুড়ে যে একের পর এক হত্যাকাণ্ড ঘটে চলেছে দেয় সম্পর্কে ফ্রাটারনিটি মুভমেন্ট মনে করে যে এক শ্রেনীর প্রতিক্রিয়াশীল সংগঠন জনমানসে ভীতি সঞ্চার করে,মুখ বন্ধ করে দেওয়ার জন্য পরিকল্পিত ভাবে এসব ঘটাচ্ছে। কিন্তু তারা সফল হবে না। এই হত্যার খেলা বন্ধ করতে হবে বলে হুশিয়ারি দিয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে। অন্যদিকে দলের পক্ষ থেকে হেমন্ত রায়ের পরিবার কে সমবেদনা ঞ্জাপন ও পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি সরকারের কাছে অবিলম্বে হেমন্ত রায় খুনের পূর্ন তদন্ত এবং খুনীদের চরম শাস্তির দাবী জানিয়েছে।
0 comments:
Post a Comment