তবে কি এবার সন্ন্যাসের পথে সনিয়া?

Indiapost24 Desk:গান্ধী নেহেরু পরিবারের ষষ্ঠ ব্যাক্তি হিসেবে রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন |আগামীকাল ২৪ আকবর রোড এ কংগ্রেসের সদর দপ্তরে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসের সভাপতি হবেন রাহুল গান্ধী |তার সাথে আজ রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা জানালেন কংগ্রেসের বিদায়ী সভানেত্ৰী সনিয়া গান্ধী |যদিও কংগ্রেসের মূখপাত্র রণদীপ সূর্যওয়ালা বলেছেন সনিয়া গান্ধী কংগ্রেসের সভাপতির পদ ও দলিয় নেতৃত্ব থেকে সরলেও রাজনীতি থেকে সরবেন না |তার পরামর্শ কংগ্রেস নেতৃত্বের কাছে পাথেয় হবে |আজ সংসদে শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে সনিয়া বলেন এবার আমি অবসর নেব |কয়েকবছর ধরে দলের গুরুত্তপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে রাহুলই |১৯৯৮ সালে কংগ্রেসের সভানেত্ৰী হয়েছিলেন সনিয়া গান্ধী |
এবার রাহুল গান্ধীর কাঁধে দলের দায়িত্ব নেওয়া হয়েছে |নেহরু গান্ধী পরিবারের ষষ্ঠ সদস্য হিসেবে রাহুল কংগ্রেসের মাথায় বসবেন |বেশ কয়েকমাস ধরেই সোনিয়ার ক্যান্সারজনিত অসুস্থতার কথা শোনা যাচ্ছে |উত্তরপ্রদেশ নির্বাচন প্রচারে তাকে দেখা যাইনি |গতকাল শেষ হওয়া গুজরাট ভোটের প্রচারেও যাননি সনিয়া |দুই ক্ষেত্রেই রাহুল ছিলেন দলের মুখ |বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত করছে গুজরাট ও হিমাচল প্রদেশে ধাক্কা খেতে চলেছে রাহুল গান্ধীর কংগ্রেস |দলের সভাপতি পদে বসার পর যদি এই ফলাফল হয় তাহলে তা রাহুলের জন্য বেশ অস্বস্তিকর পরিস্থিতি হতে চলেছে |
আগামীবছর আরও কয়েকটি রাজ্যে ভোট |২০১৯ সালে লোকসভা নির্বাচন |সবমিলিয়ে রাহুল গান্ধীর সামনে এখন বড়োসড়ো চ্যালেঞ্জ বলেই মনে করছে রাজনৈতিক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment