নববর্ষে সুদের হার বাড়ালো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

Indiapost24 Desk:দেশজুড়ে যখন বিভিন্ন সরকারি  ও বেসরকরি ব্যাঙ্ক ব্যাঙ্কে গচ্ছিত টাকার হারের ওপর সুদের হার কামাচ্ছে , ঠিক সেই সময় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আজ থেকে ব্যাঙ্কের মেয়াদি সঞ্চয়ের উপর সুদের হার বাড়ানোয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছাস দেখা দিয়েছে | অবসরপ্রাপ্ত বয়স্ক নাগরিক কিংবা যাদের সংসার সুদের ওপর নির্ভরশীল তাঁদের জন্য সুখবর | 
বছরের প্রথম দিন থেকে টার্ম ডিপোজিট এ সুদের হার বৃদ্ধি করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক | এই সুদের হার বৃদ্ধির পরিমান ১.২৫ শতাংশের মত | ১ লা জানুয়ারি থেকে টার্ম ডিপোজিট এ এই সুদ বৃদ্ধির হার কার্যকর হবে বলে ব্যাঙ্কের তরফ থেকে জানানো  হয়েছে | 
১০ কোটি টাকা পর্যন্ত্য বিভিন্ন সময়ের জন্য রাখা টাকার উপর সৰ্বোচ্চ সুদ বৃদ্ধির পরিমাণ ১.২৫ শতাংশ | ১ কোটির নিচে ৭ থেকে ২৯ দিন সময়ের জন্য সুদের হার ৪ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৫.২৫ শতাংশ | ৩০ থেকে ৪৫ দিন সময়ের জন্য মেয়াদী জমার ক্ষেত্রে সুদের হার ৪.৫০ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৫.২৫ শতাংশ | ৪৬ থেকে ৯০ দিনের মেয়াদী জমার ক্ষেত্রে সুদের হার ৫.৫০ শতাংশ থেকে বেড়ে ৬.২৫ শতাংশ | ৪৬ থেকে ১৭৯ দিনের মেয়াদী জমার ক্ষেত্রে সুদের হার ৪ শতাংশ থেকে বেড়ে ৪.৮ শতাংশ | ১ থেকে ৩ বছরের মেয়াদী জমার ক্ষেত্রে সুদের হার ৫ শতাংশ থেকে বেড়ে ৫.৫ শতাংশ | ৩ থেকে ১০ বছরের মেয়াদী জমার ক্ষেত্রে ৫ শতাংশ বেড়ে হচ্ছে ৫.২৫ শতাংশ |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment