"ভারতীয় জনতা পার্টি এখন ভারতীয় জঞ্জাল পার্টি": মন্ত্রী শুভেন্দু অধিকারী

Indiapost24 Web Desk:পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে সিপিএমের জামানায় যাদের  বিরুদ্ধে সব থেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল  আজ তারা ধিকে ধিকে  দলে দলে বিজেপিতে যোগদান করছেন শুক্রবার উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভায় ইছাপুর আনন্দমঠ এলাকায়  তৃণমূল প্রার্থী সুনীল সিংহের হয়ে  প্রচারে এসে বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করে এই ভাবে তোপ দাগলেন পরিবহন মন্ত্রী তথা তৃণমূল দলের বর্তমান অন্যতম পোড়খাওয়া রাজনীতিক শুভেন্দু অধিকারী.. আগামীতে এই ভাবে সংগঠনহীন ও জন সংযোগ-বিচ্ছিন্ন বাম জামানার অনেক নেতাও ঘাঁস ফুলের উর্বর মাটিতে পদ্ম চাষের বৃথা চেষ্টায় পদ্মের পতাকা হাতে তুলে নিতে পারে বলে তাঁর দাবি.. 

 এদিন পদ্ম শিবিরকে কটাক্ষ করে আরও বললেন "নতুন বোতলে পুরনো মদ আর এখন লাল জামা খুলে গেরুয়া জামা পড়ছে" এদিনের সভাতে তিনি  প্রাক্তন সিপিএম নেতা লক্ষন শেঠের নামও প্রসঙ্গত উল্লেখ করে প্রকাশ্য  বলেন "লক্ষণ শেঠ নন্দীগ্রামের খুনি,তার গায়ে নন্দীগ্রামে রক্ত লেগে আছে"..এই ভাবে তিনি এই জনসভা থেকে নোয়াপাড়া কে আরোও  উত্তপ্ত করতে আরোও বললেন খুব শীগ্রই বাম জামানার সমালোচিত দুর্তিনীর মার্কা মারা শাসনের মাজিদ আবার মঙ্গোলকোটের বাবুল কিংবা গড়বেতার তপন এরখম আরো অনেকেই আসছে এই পদ্ম শিবিরের ছত্র তলায় তাই তো তিনি নতুন নাম দিয়ে বললেন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আর নেই এখন "ভারতীয় জঞ্জাল পার্টি " তে রূপান্তরিত হয়েছে..তার এই সভাতে সাধারণ মানুষজনের ভীড় উপচে পড়ে,সভামঞ্চে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক,নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ও অন্যান্যরা ..      

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment