Indiapost24 Web Desk:বাংলা টেলিভিশিশন জগতের কলাকুশলীদের আজ সম্মান জ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | নজরুল মঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আজ তিনি টেলি সম্মান পুরস্কার প্রদান করবেন |
সারাবছর অসাধারণ কাজের স্বীকৃতী স্বরুপ দেওয়া হবে এই পুরষ্কার | অভিনেতা , পরিচালক , প্রযোজক , টেকনিশিয়ানদের দেওয়া হবে সম্মান | পুরষ্কার প্রদানের পর একটা সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন বিভিন্ন তারকারা |
0 comments:
Post a Comment