ব্রেইন টিউমারের কিছু নীরব উপসর্গ

শুরুতেই ভালো খবর হচ্ছে, ব্রেইন ক্যানসার বিশ্ব জনসংখ্যার ১ শতাংশেরও কম লোককে আক্রমণ করে। কিন্তু খারাপ খবর হচ্ছে, ব্রেইন টিউমার প্রায়সময় খুব কম সংখ্যক উপসর্গের সঙ্গী হিসেবে থাকে এবং এই উপসর্গসমূহ প্রতিদিনকার অসুস্থতা থেকে মাথাব্যথা ও ক্লান্তির মতো ছদ্মবেশ ধারণ করে।
আজকের প্রতিবেদনে আলোচিত ব্রেইন টিউমারের বা মস্তিষ্কের টিউমারের কিছু নীরব কিন্তু মারাত্মক উপসর্গ সম্পর্কে জেনে নিতে পারেন।

১.অনবরত মাথাব্যথা
২.সামান্য দৃষ্টিশক্তি হ্রাস
৩.তোতলামি বা অস্পষ্ট উচ্চারণ
৪.মেজাজি অনুভূতি এবং ঝুঁকিপূর্ণ আচরণ
৫.শ্রবণশক্তি হ্রাস অথবা ভোঁ ভোঁ শব্দ
৬.বন্ধ্যাত্ব
৭.ভারসাম্যহীনতা

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment