নোট বাতিল জিএসটির ধাক্কায় বিজেপি রাজ্যে আত্মহত্যার ঘটনা

NNS : কেন্দ্রের মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত ও জিএসটি চালুর পর ব্যাবসায় মন্দার অভিযোগ উঠছে |দেরাদুনে বিজেপির সদর দপ্তরে জনতার দরবারে উত্তরাখণ্ডের এক বিজেপি মন্ত্রীর সামনেই বিষ খেয়েছিলেন হালদোয়ানির পরিবহন ব্যবসায়ী প্রকাশ পান্ডে |

ব্যবসায়ীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় |কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে গতকাল ওই পরিবহণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয় |

এই ঘটনায় উত্তরাখন্ডের রাজধানী দেরাদুনে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে |স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment