যৌন হয়রানির দায়ে যুক্তরাষ্ট্রের এক চিকিৎসককে ১৭৫ বছরের কারাদণ্ড!!!

যৌন হয়রানির দায়ে যুক্তরাষ্ট্রের এক চিকিৎসককে ১৭৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ল্যারি নেসার নামের ওই চিকিৎসক দেশটির অলিম্পিক জিমন্যাস্টিকস দলের চিকিৎসক ছিলেন।

১৬০ জন সাক্ষীর বক্তব্য শোনার পর আদালত ল্যারি নেসারকে এই শাস্তি দেন। ল্যারির বিরুদ্ধে আনা অন্তত ১০টি যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হয়। আদালতে ল্যারির করা ক্ষমার আবেদন নাকচ করে দিয়ে বিচারক বলেন, ‘বাকি জীবন তাকে অন্ধকারেই কাটাতে হবে।’

তবে ল্যারি নেসারের পেশাদার আচরণ নিয়ে প্রশ্ন ওঠায় ২০১৫ সালেই তার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে মার্কিন জিমন্যাস্টিকস কর্তৃপক্ষ। এত কিছুর পরও ২০১৬ সালে ল্যারি নেসারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে পত্রিকায় লেখালেখি হওয়ার আগপর্যন্ত তিনি নিয়মিতভাবে রোগী দেখছিলেন। এর এক বছর পরে একটি শিশুকে যৌন হয়রানির অভিযোগে তিনি গ্রেপ্তার হন।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment