কুয়াশা ঢাকা শহরে একাধিক দুর্ঘটনা

মৃত্যুঞ্জয় সরদার :আজ ভোরে শহর কলকাতায় ঘটে একাধিক  দুঘর্টনা।ভোরে উল্টোডাঙা ফ্লাইওভারে এক বাইক আরোহী ধাক্কা মারেন একটি চার চাকার গাড়িতে। বাইক আরোহী কে  স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে হয়ে, নিয়ে যাওয়া হয় আরজি করে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা । মৃত বাইক আরোহীর নাম তরুণ ঘোরই । বয়স ৩৫। কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনা বলে অনুমান পুলিশের। 
অন্যদিকে,ভোরে এবার কুয়াশার মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বেলেঘাটার ক্যানেল ওয়েস্ট রোডে। সেখানে আগুন লেগে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৬টি ইঞ্জিন।



Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment